X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোনার মেডেলে মরিচা!

ওয়ালিউল বিশ্বাস
৩০ জুন ২০১৮, ১৫:৪৪আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৪:৫২

মাহফুজুর রহমান খানের ঘরে মরিচা পড়া সোনার মেডেলগুলো/ ছবি: আনন্দ কুটুম দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানের পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যার চিহ্ন হিসেবে কৃতির গলায় পরিয়ে দেওয়া হয় সোনায় তৈরি মেডেল।
তবে দেশের বর্ষীয়ান সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খানের পাওয়া মেডেলগুলো হাতে নিয়ে একটি প্রশ্ন করাই যেতে পারে- এগুলো কি আদৌ সোনায় তৈরি!
অবিশ্বাস্য হলেও সত্যি, ক্যারিয়ারে ১০বার এ সম্মানে ভূষিত হওয়া মানুষটির বেশিরভাগ মেডেলে পড়েছে মরিচা।
হালকা ওজনের এ মেডেলগুলো যে কেউ হাতে নিলেই নখের আঁচড়ে উঠে আসছে মরিচাগুলো!
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় এই কীর্তিমানের সঙ্গে।
তার ভাষ্য, ‌‘এগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। কী হবে কথা বলে, আমাকে সম্মানে ভূষিত করা হয়েছে- এটাই তো যথেষ্ট! যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়া উচিত!’
জানা যায়, দেশ সেরা গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, সেগুলোতে মরিচা পড়েছে। বাংলা ট্রিবিউন অনুসন্ধানে জানা গেছে, পরিচালক শেখ নিয়ামত আলী তিনটি ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরমধ্যে ‘দহন’ ও ‘সূর্য দীঘল বাড়ি’র জন্য সোনার ট্রফি দেওয়া হয়েছিল। এরপর ৯৫ সালে ‘অন্য জীবন’ ছবির জন্যও তিনি পুরস্কার পান। তবে এবার সোনার মেডেল। এই নির্মাতা মেয়ে ফাহমিদা বাংলা ট্রিবিউনকে জানান, ট্রফি দুটো ঠিক থাকলেও মেডেলটিতে এর মধ্যে মরিচা পড়েছে।

চলচ্চিত্রের বিভিন্ন শাখার জন্য প্রতি বছর এ পুরস্কার সেরাদের হাতে তুলে দেওয়া হয়। আর এ কাজটির দেখভাল করে তথ্য মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি পুরোপুরি সোনায় তৈরি। মরিচা ধরার কথা নয়।’
পুরস্কার বিতরণের বিষয়টি সরাসরি দেখাশোনা করে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগ।
মাহফুজুর রহমান খান/ ছবি: সংগৃহীত বিষয়টি জানতে সেখানেও যোগাযোগ করা হয়। ডেপুটি সেক্রেটারি সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমি এ মন্ত্রণালয়ে নতুন এসেছি। মাত্র ১ মাস হবে। তাই পুরনো বিষয়টি সম্পর্কে আমি ভালো বলতে পারব না। তবে কিছুদিন হলো আমাদের সচিব মহোদয় নির্দেশনা দিয়েছেন পুরস্কার প্রাপ্তদের সঙ্গে নিয়ে সোনার দোকানে গিয়ে মেডেল তৈরি করতে। পুরনো পুরস্কারের বিষয় সম্পর্কে আমি জানি না।’
এদিকে চলচ্চিত্র বিভাগের অ্যাডমিন ও মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ আজহারুল হক বিষয়টি শোনার পর দ্রুত পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যদি এটি ঘটে থাকে, তাহলে খুবই দুঃখজনক। এখানে অনেকগুলো বিষয় আছে। মেডেল বা ক্রেস্ট বানাতে ঠিকাদার কোম্পানিকে দরপত্র দেওয়া হয়। এখন কোন কোন সালের মেডেলে মরিচা পড়েছে তা আগে বের করতে হবে। কারা মেডেল তৈরি করেছে এটা তখন বের করা যাবে। আমরা দ্রুত মাহফুজুর রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ করব।’
আগামী ৮ জুলাই চলতি বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। এগুলোর কী অবস্থা- জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে একটা প্রস্তাবনা তৈরি করা হয়েছিল, যে পুরস্কার প্রাপ্তদের সঙ্গে নিয়ে সোনা কেনা হবে। কিন্তু এটা অনেক জটিল প্রক্রিয়া। তাই আমরা এবারের মেডেলগুলো আণবিক কেন্দ্র থেকে পরীক্ষা করিয়ে আনিয়েছি।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!