X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘সঞ্জু’ দেখে যা বললেন বলিউড বাসিন্দারা

বিনোদন ডেস্ক
৩০ জুন ২০১৮, ১৭:০৫আপডেট : ৩০ জুন ২০১৮, ১৭:১৫

‘সঞ্জু’তে রণবীর কাপুর অভিনেতা সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত ‘সঞ্জু’ বলিউড তারকাদের মন কেড়েছে। পরিচালক রাজকুমার হিরানি ও অভিনেতা রণবীর কাপুরের প্রতিভার তারিফ যেন থামছেই না! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় তারকারা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। সবার মুখেই ইতিবাচক প্রতিক্রিয়া।
নির্মাতা করণ জোহর ‘সঞ্জু’কে বর্ণনা করেছেন এভাবে, ‘আমাদের সময়ের মূলধারার এক নম্বর ছবি এটি। একজন মানুষের আবেগময় ও রোলারকোস্টার জীবনকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিপুণভাবে তুলে ধরা হয়েছে এতে।’
করণ জোহর ছবিটি দেখে আরও দুটি টুইট করেন। এর একটিতে ‘সঞ্জু’ বাহিনীকে অভিনন্দন জানান তিনি। তার মন্তব্য, ‘রণবীর কাপুর দুর্দান্ত ও ঈশ্বর প্রদত্ত অভিনেতা। কী দারুণভাবেই না চরিত্র ফুটিয়ে তুলেছে সে।’
সঞ্জয় দত্তের বাল্যবন্ধুর চরিত্রে ভিকি কৌশলের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন এই নির্মাতা। তিনি লিখেছেন, ‘ভিকি কৌশল প্রকৃত চলচ্চিত্র তারকা হয়ে উঠছে! এই প্রতিভাবান অভিনেতা পারবেন না এমন কিছুই নেই! সহানুভূতিশীল বন্ধুর চরিত্রে তার অভিনয় আমাকে কাঁদিয়েছে। সত্যিই চমৎকার।’
দুই অভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশলের জন্য বিশেষ বার্তাসহ টুইটারে সুপারস্টার আমির খান লিখেছেন, “ভালো লেগেছে ‘সঞ্জু’। বাবা ও ছেলের এবং দুই বন্ধুর মন ছুঁয়ে যাওয়া গল্প এটি। রণবীর অসাধারণ। ভিকি কৌশল আমার মন কেড়েছে। এমন ছবি বানানোর জন্য রাজকুমার হিরানিকে ধন্যবাদ।’’

২০১৪ সালে রাজকুমার হিরানির পরিচালনায় ‘পিকে’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করেন আমির। স্ত্রী কিরণ রাও ও ছেলে জুনায়েদকে নিয়ে শুক্রবার ‘সঞ্জু’র একটি বিশেষ প্রদর্শনী দেখেছেন তিনি।
‘সঞ্জু’তে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন আমির। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। বরং সঞ্জয়ের ভূমিকায় অভিনয়ের ইচ্ছে ছিল তার।
আমিরের ‘দঙ্গল’ ছবির নায়িকা ফাতিমা সানা শেখও ‘সঞ্জু’ দেখে উচ্ছ্বসিত। তিনি লিখেছেন, ‘সুন্দর ও হৃদয়ছোঁয়া ছবি। আমি অবাক হয়ে গেছি! রাজকুমার হিরানি ও রণবীর কাপুর মিলে এমন কিছু করলেন, যা আগে কখনও দেখিনি। রণবীরের তো জবাব নেই!’
রণবীরের অভিনয় দেখে মুগ্ধ বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিও। তার কথায়, ‘কী অসাধারণ অভিনয় রণবীর কাপুরের। সঞ্জয় দত্তকে ফুটিয়ে তুলতে ছেলেটা যা করেছে তার তুলনা হয় না। সাবাস!’
‘সঞ্জু’তে একাধিক সাজে রণবীর এরপর ঋষি কাপুরকে উদ্দেশ্য করে শাবানা বলেন, ‘রণবীরকে নিয়ে তোমার গর্ব হবে। আর নিতু (রণবীরের মা) তো আনন্দে কেঁদে ফেলবে।’
দক্ষিণী সুপারস্টার ধানুষ ‘সঞ্জু’ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। রাজকুমার হিরানি ও রণবীর কাপুরের কঠোর পরিশ্রমের প্রশংসার পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, হাসি, কান্না ও আবেগে ভেসে যাওয়ার কথা।
ছবিটির প্রশংসা করে ধানুষ টুইটারে লিখেছেন, ‘সঞ্জু, কী বলতে পারি? রাজকুমার হিরানি, প্রতিবার এমন কাজ কীভাবে দেখাতে পারেন? সত্যিই মনকাড়া। হেসেছি, কেঁদেছি। রণবীর তোমাকে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে অনেকক্ষণ। হিরানি স্যার, প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার আগে আমাকে আবারও অশ্রুসজল করে ভালো মানুষ বানিয়ে দিলেন।
রণবীরের প্রেমিকা আলিয়া ভাটের মুখে তো ‘সঞ্জু’ দেখে প্রশংসার ফুলঝুরি। তার চোখে, এই ছবি অসামান্য। তিনি বলেন, ‘আমার সত্যিই খুব ভালো লেগেছে। ‘সঞ্জু’ চমৎকার ও অসাধারণ ছবি। আমার সেরা ১০ ছবির তালিকায় থাকবে এটি। এতে রণবীর অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে।’
রাজু হিরানির পরিচালনা ও রণবীর কাপুরের বাস্তবধর্মী অভিনয়ের প্রশংসা করে সবাইকে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা সুভাষ ঘাই। তিনি বলেন, ‘হৃদয়ছোঁয়া একটা ছবি দেখলাম। সত্যিকারের সঞ্জয় দত্তকে পাওয়া যায় এখানে।’
নারী নির্মাতা মেঘনা গুলজারের মন্তব্য, ‘রাজকুমার হিরানি তার অতুলনীয় ঢঙে জটিল একটি জীবন তুলে ধরেছেন এ ছবিতে। রণবীরের প্রতিভা কল্পনাতীত। চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে ভিকি কৌশল দুর্দান্ত।’
সঞ্জয় দত্তের সঙ্গে ‘মুন্নাভাই’ সিরিজে কাজ করেছেন অভিনেতা বোমান ইরানি। তিনি টুইটারে মনে করিয়ে দিয়েছেন, তিন বছর পরপর রাজকুমার হিরানি একটি করে দারুণ উপহার দেন। ১৫ বছরে ‘সঞ্জু’ তার পঞ্চম ছবি। আগেরগুলো হলো ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রহো মুন্নাভাই’ ও ‘পিকে’।
এছাড়া অভিনেতা জাভেদ জাফরি, পরিচালক ওমাঙ কুমার, নারী নির্মাতা দিব্যা খোসলা কুমারও ছবিটির প্রশংসা করেছেন টুইটারে।
‘সঞ্জু’তে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, জিম সর্ব, কারিশমা তান্নাসহ অনেকে। বহুল প্রতীক্ষিত ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার (২৯ জুন)।
১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সঞ্জয় দত্তের। মাদকাসক্তি, বেআইনি অস্ত্র কেনা, কারাভোগসহ তার জীবনের বিতর্কিত সবকিছুই তুলে ধরা হয়েছে ‘সঞ্জু’তে।

‘সঞ্জু’র ট্রেলার:

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়