X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈকুণ্ঠের খাতা

বিনোদন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ২১:১১আপডেট : ০২ জুলাই ২০১৮, ২১:১৭

নাটকের একটি দৃশ্য আগামী ৬ জুলাই নাট্য সংগঠন লোক নাট্যদলের ৩৭ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষকে কেন্দ্র করে দলটি দুই দিনের বিশেষ আয়োজন করেছে। প্রথমদিন মহিলা সমিতি মিলনায়তনে হবে বিশেষ অনুষ্ঠান।

আর এর পরদিন থাকছে তাদের নিয়মিত মঞ্চনাটক ‘বৈকুণ্ঠের খাতা’। এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এটি মঞ্চায়ন হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।

বৈকুণ্ঠের খাতা নাটকে অভিনয় করছেন - জাহিদুর রহমান পিপলু, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, আনোয়ার কায়সার, তানজিনা রহমান, তৌহিদুল ইসলাম, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সুধাংশু নাথ, নাদিত নূর চৌধুরী জাদু প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনা- জাহিদুর রহমান পিপলু, পোশাক পরিকল্পনা- কামরুন নূর চৌধুরী, আবহ সংগীত- মুজাহিদুল হক লেনিন, আলো- জি এম সিরাজুল হোসেন, মঞ্চ ব্যবস্থাপনা- সুধাংশু নাথ ও প্রযোজনা অধিকর্তা- আনোয়ার কায়সার।
লোক নাট্যদলের প্রচার সম্পাদক এস.এম. আজাদ রহমান জানান, তিন যুগেরও অধিক সময়ে পথচলা লোক নাট্যদল এ পর্যন্ত ৩০টিরও অধিক নাটক মঞ্চে এনেছে। যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’। এছাড়া অন্ধ নগরীর চৌপাট রাজা, মিড সামার নাইটস ড্রিম, পদ্মা নদীর মাঝি, সোনাই মাধব, তপস্বী ও তরঙ্গিণী, সিদ্ধিদাতা, মাঝরাতের মানুষেরা, তুষাগ্নি, মরা, বশীকরণ, বৈকুণ্ঠের খাতা, সুনাগরিকের সন্ধানে, পরগাছা- নাটকগুলো মঞ্চায়ন করেছে দলটি।  বৈকুণ্ঠের খাতা

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)