X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চিঠি দিয়ে শুরু ফেসবুকে শেষ

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৪:০৯আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৬:৪৩

নাটকের দৃশ্যে আফজাল হোসেন ও তিশা

তাদের সম্পর্কটা গড়ে ওঠে চিঠি লেখার মাধ্যমে। তুমুল প্রেমের সম্পর্ক। ছেলেটা নামজাদা কবি, মেয়েটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরমধ্যে দুজনার হাতে আসে মুঠোফোন। তারও অনেক পরে আসে ফেসবুক। ক্রমশ একে অপর থেকে ছিটকে পড়েন দুজনে।
আর এ দুটি চরিত্রে অভিনয় করলেন আফজাল হোসেন ও নুসরাত ইমরোজ তিশা। নাটকের নাম ‘পারুল লতা’। প্রসূন রহমানের রচনায় এটি পরিচালনা করেছেন তপু খান। যা এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ জুলাই রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘আমাদের গল্পটা চিঠির আবেগ দিয়ে শুরু আর শেষটা টানি ফেসবুক দিয়ে। মাঝে থাকে মুঠোফোন। যার মধ্য দিয়ে আমরা তুলে আনার চেষ্টা করেছি আবেগ ফুরিয়ে যাওয়া এই অন্তর্জালময় সময়টাকে। আশা করছি দর্শকরা নিজেদের খুঁজে পাবেন এই নাটকে।’
গল্প প্রসঙ্গে তিনি জানান, একটা সময় আশফাক হাবিব নামে একজন কবির আবির্ভাব হয়েছিল এ শহরে। তার একটি প্রেমের কবিতা পেয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। পারুল নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী তার প্রেমে পড়েছিল। তখন চিঠি লিখে যোগাযোগ করতো একে অপরের সঙ্গে। এরপর আসে মোবাইল ফোনের যুগ। সে যুগে এসে একসময় চেনা পথ থেকে ছিটকে পড়ে দুজনেই। ক্রমশ তারা হারিয়ে যায় অচেনা সংসারে।
এরপরের গল্প কুড়ি বছর পরের। তখন ফেসবুক বলে যোগাযোগের নতুন একটা মাধ্যম এসেছে সবার হাতে। সেখানে আবার তাদের দেখা হয়। কবি জানায়, সে এখন আর কবিতা লেখেন না। কবিতা হারিয়ে গেছে এ শহর থেকে। কারণ, এ শহর এখন আর পাখির নয়, ফুলের নয়, এ শহরে পারুল ফোটে না।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল