X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লিজ মিচেলকে নিয়ে ঢাকায় ‘বনি এম’

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৭:৫৩আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২০:২১

লিজ মিচেল (সামনে) ও সহশিল্পীরা ঢাকায় আসছে বিশ্ব মাতানো সত্তর দশকের গানের দল ‘বনি এম’। এর আগে ২০০১ সালে দলটি এলেও এবারই প্রথম সঙ্গে থাকছেন এর প্রধান কণ্ঠশিল্পী ও দলনেতা লিজ মিচেল। এমনটাই জানালো আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্স।
১৩ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘বনি এম লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে গাইবেন বনি এম-এর চার সদস্য।
এদিন সন্ধ্যা ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা চলবে তাদের পরিবেশনা। আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্সের চিফ অপারেটিং অফিসার কাজী ফায়সাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘গেল বছর ১৬ মে আমাদের আয়োজনে এসেছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রিচার্ড মার্কস। এবার আমাদের আমন্ত্রণে আসছে বনি এম। আমাদের ইচ্ছা বাংলাদেশের সংগীতপ্রেমীরা সামনাসামনি বসে কিংবদন্তি এই গানের দলের পরিবেশনা উপভোগ করবে। এটা নিশ্চয়ই সবার জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে।’
ফয়সাল জানান, অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। তবে এরমধ্যে শুরু হয়েছে প্রি-টিকিট বুকিং। ক্রেইন্স-এর অফিশিয়াল ফেসবুক পেইজে গিয়ে এই বুকিং দেওয়া যাবে।
অনুষ্ঠানটি উপভোগের জন্য টিকিটের দাম রাখা হয়েছে যথাক্রমে ১২ হাজার, ৪ হাজার ৮শ, ৩ হাজার ৫শ এবং ২ হাজার টাকা।
প্রসঙ্গত, এ পর্যন্ত আটটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে ‘বনি এম’। ১৯৭৬ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবামের নাম ‘টেক দ্য হিট অব মি’। ১৯৮৫ সালে সর্বশেষ অ্যালবাম প্রকাশ পায় তাদের। নাম ‘আই ডান্স’।
মঞ্চে ‘বনি এম’ এর সাম্প্রতিক পরিবেশনা:

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য