X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘পোড়ামন-২’ মৌলিক ছবি নয়?

ওয়ালিউল বিশ্বাস
০৪ জুলাই ২০১৮, ২০:২১আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৪:৪৯

‘পোড়ামন-২’ এর পোস্টার রোজার ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে সবচেয়ে প্রশংসা পেয়েছে ‘পোড়ামন-২’। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই প্রশংসা বেশ দেখা যাচ্ছে এখনও। একেবারে নবীন একটি দল ও মৌলিক গল্প- এ ছবির প্রধান শক্তি হিসেবে বারবারই উঠে এসেছে সংশ্লিষ্ট ও সমালোচকদের কাছ থেকে।
এ ছবির মাধ্যমেই নায়ক সিয়াম আহমেদ, নায়িকা পূজা চেরী ও পরিচালক রায়হান রাফীর অভিষেক। পাশাপাশি পরিচালক বেশ জোর দিয়ে বলে এসেছেন ছবির গল্পটি একেবারেই  মৌলিক।
তবে ছবিটি দেখার পর এটি নিয়ে আরেক তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস ‘পোড়ামন-২’ অন্য ছবি থেকে অ্যাডাপটেশন বা অনুসরণের প্রসঙ্গ তুলেছেন। আলোচিত ‘রাজনীতি’ ছবির এ পরিচালক ৪ জুলাই তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ছবিটি তামিল ‘পারুথিভীরাণ’ থেকে সুন্দরভাবে অ্যাডাপটেশন করা হয়েছে।
‌‘পোড়ামন-২’ ও ‘পারুথিভীরাণ’-এর দুটি পোস্টারও শেয়ার করেন তিনি।
বলেন, ‘নকল আর অনুসরণের পার্থক্য কী তা ‘পোড়ামন-২’ থেকে আমাদের শেখার আছে। আজ অবধি বিদেশি সিনেমার বাংলা ফিল্মে এত ভালো অ্যাডাপটেশন দেখিনি।’
এখানেই অবশ্য আপত্তি জানিয়েছেন ‘পোড়ামন-২’এর পরিচালক রাফী। তার মতে এটির কনসেপ্ট ‘পারুথিভীরাণ’ কেন, পৃথিবীর কোনও চলচ্চিত্রের সঙ্গেই মিলবে না।

তার ভাষ্য, ‘‘একটা ছবির শেষে সাধারণত আমরা কী দেখি? বেশিরভাগ সময় ভিলেন মারা যায় কিংবা নায়ক নায়িকা মারা যায়। আমার ছবিতেও মারা গেছে। এখন কেউ যদি এই মারা যাওয়াটা কোনও ছবির সঙ্গে মিলিয়ে বলেন ‘অ্যাডাপটেশন’ তাহলে তিনি হয়তো বলতেই পারেন। কিন্তু অ্যাডাপটেশন কিংবা অনুকরণ তখনই হবে যখন ছবির কনসেপ্ট ঠিক রেখে অন্য একটি ছবি তৈরি হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ‘পোড়ামন’ ছবির কনসেপ্ট পৃথিবীর আর কোনও ছবির ক্ষেত্রে মিলবে না। এটার কনসেপ্ট ইসলাম ও জানাজা। ছবির কনসেপ্টটি আমারই তৈরি করা।’’
‘রাজনীতি‘র শুটিংয়ে বুলবুল বিশ্বাস আর ‘পোড়ামন-২’ এর শুটিংয়ে রায়হান রাফী তাহলে সমসাময়িক আরেকজন পরিচালক কেন প্রকাশ্যে এমন প্রসঙ্গ তুললেন- প্রশ্নের জবাবে রাফী যোগ করেন, ‘যিনি তুলেছেন, তিনি গতকালও (৩ জুলাই) আমাদের সঙ্গেই ছবিটি দেখেছেন। এতে আমরা আনন্দিত। কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগত কোনও রেষারেষি থেকে এমনটি ঘটেছে। তবে এটি মনে রাখা জরুরি, সিয়াম ও পূজা এ ইন্ডাস্ট্রিতে নতুন। তারা সুন্দর অভিনয় উপহার দিয়েছেন। তাদেরকে সামনে তুলে ধরাটা আমাদের দায়িত্বও।’

অন্যদিকে বুলবুল বিশ্বাস তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসের কারণ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘আমি তামিল সিনেমা খুব একটা দেখি না। তবে আলোচনায় আসলে তা দেখার চেষ্টা করি। ফেসবুক পোস্টে আমি অ্যাডাপটেশনের প্রশংসা করেছি। সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত রুম্মান রশীদ খানের ফিল্ম রিভিউ পড়ে জানতে পারি, ‘পোড়ামন-২’ এর সাথে তামিল ‘পারুথিভীরাণ’ এর সাদৃশ্যের কথা। এবং এরপরই দুটি ছবি দেখি। দেখার পর আমার মনে হয়েছে ‘পোড়ামন-২’ খুবই ভালো অ্যাডাপটেশন হয়েছে এবং সেটারই প্রশংসা করেছি ফেসবুক স্ট্যাটাসে।’’
বুলবুল আরও বলেন, ‘অ্যাডাপটেশন তো খারাপ কিছু নয়। আর রায়হান রাফী আমার ছোট ভাইয়ের মতো। আমরা চাইলেও কেউ কারও মতো হতে পারবো না। তাই আমাদের মধ্যে রেষারেষির তো প্রশ্নই ওঠেনা।’

এদিকে চলতি বছরের জানুয়ারিতে ‘পোড়ামন-২’ এর চমক লাগানো প্রথম পোস্টার প্রকাশের পরও নকলের অভিযোগ ওঠে। এর কনসেপ্ট নিয়ে তখন ফেসবুকে ব্যাপক প্রশংসা হলেও নকলের অভিযোগও ক্রমশ দানা বেঁধেছিল।
অভিযোগে উঠে আসে, ২০১৫ সালে ফক্স টেলিভিশনে প্রচারিত ‘হোমল্যান্ড’ সিরিজের সিজন-ফোর এবং ২০০৩ সালে কান উৎসবে অংশ নেওয়া ইরানের ছবি ‘অ্যাট ফাইভ ইন দ্য আফটারনুন’ ছবির পোস্টারের সঙ্গে ‘পোড়া মন-২’ এর বেশ মিল খুঁজে পেয়েছেন দর্শক-সমালোচকরা।

বিষয়টি নিয়ে এর পরিচালক রায়হান রাফী তখন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ছবির গল্পটার কনসেপ্টই হলো এই পোস্টার। আর এটা শতভাগ মৌলিক ছবি। এটি প্রথমে যৌথ প্রযোজনায় হওয়ার কথা ছিল। আমি প্রযোজক আজিজ ভাইয়ের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছি। চেয়েছি একটি মৌলিক সুন্দর গল্পের মালিক এ দেশ হোক।’
সমালোচকরা যে দুটি পোস্টারের সঙ্গে মিল খুঁজেছেন (বামে ও ডানে) পোস্টার কনসেপ্ট নকলের অভিযোগ সম্পর্কে তিনি তখন (১১ জানুয়ারি ২০১৮) আরও বলেন, ‘চাইলে তো পৃথিবীর সব পোস্টারই কোনও না কোনও কিছুর সঙ্গে মিলে যাবে। কিন্তু আমাদের পোস্টারে বোরকা ছাড়া অন্য কিছুর মিল নেই। এখন যদি এখানে আমি নায়ককে বোরকা পরিয়ে দিতাম, দেখা যেত বোরকা পরা নায়কেরও পোস্টার আছে। তবে এটুকু বলব, যে ছবি দুটির পোস্টারের কথা বলা হচ্ছে, সেই পোস্টারগুলো আমি আগে দেখিনি। দেখলে হয়তো এই কনসেপ্টেই যেতাম না। পোস্টারটি আমার গল্পের একটি ইঙ্গিত। আমি গল্পের জন্য এমন পোস্টার ডিজাইন করেছি। এটি শতভাগ মৌলিক ছবি।’
ঈদ উৎসবে গত ১৬ জুন মুক্তি পায় ‘পোড়ামন-২’। এতে প্রথম জুটি বেঁধে কাজ করছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির হিট ছবি ‘পোড়ামন’ ছবির সিক্যুয়াল এটি। ধারণা করা হচ্ছে, প্রথম ছবির মতো এই ছবিটিও বাণিজ্যিক ও সমালোচক সফলতা পাবে।

চলতি সপ্তাহে ছবিটি চলছে দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না