X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১৪ বছর পর অ্যালবামে ফিরছে ‘রেনেসাঁ’

বিনোদন রিপোর্ট
০৭ জুলাই ২০১৮, ২০:৪৩আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১২:৫৫

‘রেনেসাঁ’র সদস্যরা ২০০৪ সালে সর্বশেষ অ্যালবাম প্রকাশ করে ব্যান্ড রেনেসাঁ। নাম ছিল ‘একুশ শতকে রেনেসাঁ’। এরপর অল্প বিস্তর গানের কাজ করলেও আর কোনও অ্যালবাম প্রকাশ হয়নি। তবে এবার নতুন অ্যালবামের জন্য কাজ শুরু করেছে দেশের অন্যতম প্রাচীন এ ব্যান্ডটি।  
জানা গেছে, গত সপ্তাহে বাপ্পা মজুমদারের স্টুডিও বিএমজ ওয়ার্কস্টেশনে অ্যালবামের জন্য কাজ শুরু করেছেন ব্যান্ডটির সদস্যরা।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দলের অন্যতম সদস্য ও গায়ক নকীব খান। তিনি বললেন, ‘অনেক গানের কথা ও সুর আমরা ইতোমধ্যেই তৈরি করেছি। এগুলোর আসল রূপ দিতেই স্টুডিওতে কাজ শুরু করা। একসঙ্গে অনেক গান শুরু করলাম। শিগগিরই এগুলো শেষ হবে। এরপর অ্যালবাম প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করবো।’
জানালেন, অ্যালবামের নাম বা গানের সংখ্যা এখনও চূড়ান্ত নয়। কাজ শেষের দিকে এগুলো ঠিক করা হবে।
এ পর্যন্ত দলটির চারটি অ্যালবাম প্রকাশ হয়েছে। এগুলো হলো- রেনেসাঁ (১৯৮৮), তৃতীয় বিশ্ব (১৯৯৩), একাত্তরের রেনেসাঁ (১৯৯৮) এবং একুশ শতকে রেনেসাঁ (২০০৪)।
দলটিতে এখন আছেন ৬ সদস্য। লাইনআপটি এমন- নকীব খান (কণ্ঠ ও কী বোর্ড), পিলু খান (ড্রামস), ইমরান রহমান (কণ্ঠ ও গিটার), কার্তিক (বেজ গিটার), রেজা রহমান (লিড গিটার) ও কাজী হাবলু (পারকাশন)।
১৯৮৫ সালে গঠিত হয় ব্যান্ডটি। তাদের তুমুল জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- হৃদয় কাদামাটি, ভালো লাগে, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় প্রভৃতি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল