X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ক্যামেরার চোখে দেখুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬

বিনোদন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৫:০১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৭:২০

৮ জুলাই সন্ধ্যায় বসেছিল দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তন হয়ে উঠে তারকাদের সারা বছরের কাছের স্বীকৃতির মঞ্চ। স্থিরচিত্রে থাকছে প্রধানমন্ত্রীর হাত থেকে তারকাদের পুরস্কার গ্রহণের মুহূর্তগুলো- প্রধানমন্ত্রীর সঙ্গে পুরস্কার বিজয়ীরা

একনজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ বিজয়ীরা: আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন ফারুক
আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন ববিতা আজীবন সম্মাননা: চলচ্চিত্রের দুই কিংবদন্তি ববিতা ও ফারুক (যৌথভাবে)
শ্রেষ্ঠ চলচ্চিত্র: অজ্ঞাতনামা, প্রযোজক ফরিদুর রেজা সাগর
পুরস্কার গ্রহণ করছেন ফরিদুর রেজা সাগর
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘ্রাণ, প্রযোজক এসএম কামরুল আহসান
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: জন্মসাথী, প্রযোজক মুক্তিযুদ্ধ জাদুঘর ও একাত্তর মিডিয়া লিমিটেড
প্রযোজক মুক্তিযুদ্ধ জাদুঘর ও একাত্তর মিডিয়া লিমিটেডের পুরস্কার গ্রহণ
শ্রেষ্ঠ পরিচালক: অমিতাভ রেজা চৌধুরী, আয়নাবাজি পুরস্কার গ্রহণ করছেন অমিতাভ রেজা চৌধুরী
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র: চঞ্চল চৌধুরী, আয়নাবাজি
পুরস্কার গ্রহণ করছেন চঞ্চল চৌধুরী
শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র: তিশা, ছবি-অস্তিত্ব ও কুসুম শিকদার, ছবি-শঙ্খচিল (যৌথভাবে)
পুরস্কার গ্রহণ করছেন তিশা
পুরস্কার গ্রহণ করছেন কুসুম শিকদার
শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা: আলীরাজ, ছবি-পুড়ে যায় মন ও ফজলুর রহমান বাবু, ছবি-মেয়েটি এখন কোথায় যাবে (যৌথভাবে)
পুরস্কার গ্রহণ করছেন আলীরাজ
পুরস্কার গ্রহণ করছেন ফজলুর রহমান বাবু
শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী: তানিয়া আহমেদ, কৃষ্ণপক্ষ
পুরস্কার গ্রহণ করছেন তানিয়া আহমেদ
শ্রেষ্ঠ খল-অভিনেতা: শহীদুজ্জামান সেলিম, অজ্ঞাতনামা
পুরস্কার গ্রহণ করছেন শহীদুজ্জামান সেলিম
শ্রেষ্ঠ শিশুশিল্পী: আনুম রহমান খান সাঁঝবাতি, শঙ্খচিল
পুরস্কার গ্রহণ করছেন সাঁঝবাতি
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন সাহা, মেয়েটি এখন কোথায় যাবে
পুরস্কার গ্রহণ করছেন ইমন সাহা
শ্রেষ্ঠ গায়ক: ওয়াকিল আহমেদ, গান-অমৃত মেঘের বারি, ছবি-দর্পণ বিসর্জন
পুরস্কার গ্রহণ করছেন ওয়াকিল আহাদ
শ্রেষ্ঠ গায়িকা: মেহের আফরোজ শাওন, গান-যদি মন কাঁদে, ছবি-কৃষ্ণপক্ষ
পুরস্কার গ্রহণ করছেন মেহের আফরোজ শাওন ও তার দুই ছেলে
শ্রেষ্ঠ গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার, গান-বিধিরে ও বিধি, ছবি-মেয়েটি এখন কোথায় যাবে
পুরস্কার গ্রহণ করছেন গাজী মাজহারুল আনোয়ার
শ্রেষ্ঠ সুরকার: ইমন সাহা, গান-বিধিরে ও বিধি, ছবি-মেয়েটি এখন কোথায় যাবে
শ্রেষ্ঠ কাহিনিকার: তৌকীর আহমেদ, অজ্ঞাতনামা
পুরস্কার গ্রহণ করছেন তৌকীর আহমেদ
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: রুবাইয়াত হোসেন, আন্ডার কনস্ট্রাকশন

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: অনম বিশ্বাস ও গাউসুল আলম, আয়নাবাজি পুরস্কার গ্রহণ করছেন গাউসুল আজম শাওন
শ্রেষ্ঠ সম্পাদক: ইকবাল আহসানুল কবির, আয়নাবাজি
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: উত্তম গুহ, শঙ্খচিল পুরস্কার গ্রহণ করছেন উত্তম গুহ
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: রাশেদ জামান, আয়নাবাজি
পুরস্কার গ্রহণ করছেন রাশেদ জামান
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ, আয়নাবাজি
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: সাত্তার, ছবি-নিয়তি ও ফারজানা সান, ছবি-আয়নাবাজি (যৌথভাবে)
শ্রেষ্ঠ মেকাপম্যান: মানিক, আন্ডার কনস্ট্রাকশন
প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ সম্মাননা পদক। ১৯৭৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০০৯ সালে প্রথম আজীবন সম্মাননা পুরস্কার চালু করা হয়।
ছবি: ফোকাস বাংলা

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!