X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জার্মান মিউজিক লেবেলে পিলু খানের ছেলে দামীরের গান

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ১৫:১০আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৭:৪০

একটি টিভি অনুষ্ঠানে পিলু খান ও দামীর (ছবিটি কোলাজ করা)

দেশের সমাদৃত ও জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর অন্যতম সদস্য পিলু খান। গান দিয়ে যিনি সমৃদ্ধ করেছেন দেশের সংগীত। এবার একই পথে এগুচ্ছে তার পুত্র দামীর খান।
জার্মানির খ্যাতনামা মিউজিক প্রতিষ্ঠান মেজিসটিক ক্যাজুয়াল রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তারা দামীরের একটি গান বেশ কয়েকটি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করেছে। ইংরেজি ভাষার এ গানটির নাম ‘ইজিয়ার’।
বিষয়টি নিয়ে দামীর বাংলা ট্রিবিউনকে বললেন, ‌‘‘ইজিয়ার’সহ বেশ কিছু গান আমি তৈরি করেছিলাম। সাউন্ড ক্লাউডে সেটি আপ করার পর গানটি তাদের পাঠাই। এরপর কয়েক দিনের মধ্যেই তারা ইমেইলের মাধ্যমে গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তারপর আমি চুক্তিবদ্ধ হই। গানটি গত ২৮ জুন প্রকাশিত হয়েছে।”
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনে পিয়ানো, গিটার, ড্রামসসহ অন্যান্য বাদ্যযন্ত্র দামীর নিজেই বাজিয়েছেন। সুরটাও তারই করা। এটি এখন সাউন্ড ক্লাউড, স্পটিফাই, ইউটিউব ও অ্যাপল মিউজিকে পাওয়া যাচ্ছে।
এদিকে ছেলের এমন প্রাপ্তিতে খুশি পিলু খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ছোটবেলা থেকেই গানের সঙ্গে তার (দামীর) সখ্য। আমার কাছে মাঝেমধ্যে বসত। এছাড়াও ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালগুলো সে নিয়মিত অনুসরণ করে। ওর এমন আন্তর্জাতিক সংগীতযাত্রায় আমি খুশি।’
দামীরের বয়স এখন ১৭ বছর। পড়াশোনা করছেন মালয়েশিয়ার মন্টকিয়ারা ইন্টারন্যাশনাল স্কুলে। মাত্রই টেন গ্রেড পাস করে একাদশে উঠেছেন তিনি।
জানালেন, গান তৈরি করতেই ভালো লাগে তার। শিগগিরই নিজের প্রথম অ্যালবাম নিয়ে আসতে চান শ্রোতাদের সামনে।


দামীরের ‌‘ইজিয়ার’ গানটি:

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)