X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ শর্টস ইন্টারন্যাশনালে ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ০০:০৪আপডেট : ১২ জুলাই ২০১৮, ০০:০৪

‘অ্যা পেয়ার অব স্যান্ডে ‘ এর দৃশ্য রোহিঙ্গাদের ওপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’কে বেছে নিলো ব্রিটিশ পরিবেশক শর্টস ইন্টারন্যাশনাল। শিগগিরই টেলিভিশন, অনলাইন, মোবাইল অ্যাপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে প্রামাণ্য চলচ্চিত্রটি।
‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’-এর নির্মাতা জসীম আহমেদ বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন। ৭১তম কান উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নেয় তার ছোট দৈর্ঘ্যের এই ছবি। সেই সূত্রে এটি নির্বাচন করেছে শর্টস ইন্টারন্যাশনাল। থিয়েটার, টেলিভিশন, উড়োজাহাজ, মোবাইল, ভিডিও অন ডিমান্ডসহ (ভিওডি) অন্যান্য প্ল্যাটফর্মে বিশ্ব পরিবেশনার জন্য ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ভিউজ অ্যান্ড ভিশনসের সঙ্গে তাদের নন-এক্সক্লুসিভ চুক্তি হয়েছে।
তুরস্কের আনকারার হাঁক-ইশ উৎসবে ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন জসীম আহমেদ। জার্মানির ইন্ডেপেন্ডেন্ট ডেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবির সম্মানসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে প্রতিযোগিতা করেছে এটি। ইতালির নেপলস মানবাধিকার চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগেও অংশ নেয় এই ছবি।
প্রতি বছর অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শন করে থাকে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচিত ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে শর্টস টিভি নামে তাদের স্বল্পদৈর্ঘ্য ছবির ডেডিকেটেড টিভি চ্যানেল রয়েছে, যেখানে গত বছর জসীম আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘দাগ’-এর উত্তর আমেরিকা ও ইউরোপ প্রিমিয়ার হয়েছিল।
কোনও ভয়েসওভার ও ইন্টারভিউ ছাড়া নির্মিত ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ছবিতে ইংরেজি, ইতালিয়ান, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষার ওপেন ক্যাপশন রয়েছে। রোহিঙ্গা শরণার্থী ইস্যু ও তাদের দুর্দশার কথা বিশ্বকে জানাতেই ছবিটি তৈরি হয়েছে। এর সংগীত পরিচালনা ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ। ওপেন ক্যাপশন লিখেছেন ফরিদ আহমেদ।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!