X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তাদের কণ্ঠে ‘রিভারস অব ব্যাবিলন’, মুগ্ধ লিজ মিচেল (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১৪:০৭আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:৫০

ভিডিওতে এলিটা, আলিফ ও তাশফী

সত্তর দশকে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পাওয়া গানের দল বনি এম-এর বিখ্যাত গান ‘রিভারস অব ব্যাবিলন’। নতুন সংগীতায়োজনে সেই গানটিতে কণ্ঠ দিলেন পপ ঘরানার দেশীয় তিন তরুণ কণ্ঠশিল্পী- আলিফ আলাউদ্দিন, এলিটা করিম ও তাশফিয়া তাশফী।
প্রশ্ন আসতে পারে, বিখ্যাত গান কাভার হবে, সেটা তো নতুন কিছু নয়! তবে এবার খানিক ব্যতিক্রম হলো। পুরনো গান কাভার করে ঘটলো নতুন কিছু- সে জন্যই এই খবর লেখা। কারণ, পাঁচ দশকের বিশ্ব মাতানো এই ব্যান্ড এবারই প্রথম নিজেদের কোনও গান কাভার করার জন্য অফিসিয়াল অনুমতি দিলো! এমনটাই জানা গেল ‘বনি এম’ কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্স সূত্রে।
১৩ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করা হয় ‘বনি এম লাইভ ইন ঢাকা’। আলোচিত এই কনসার্টের ঠিক শেষ অংশে দেশীয় তিন তরুণ কণ্ঠশিল্পীর মিউজিক ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি সবার সামনে চমক হয়ে ধরা দেয় প্রথম। যেখানে বনি এম প্রধান লিজ মিচেল উচ্ছ্বসিত প্রশংসা করেন কাভার করা গানটি প্রসঙ্গে। তারও আগে তিনজনের একজন আলিফ আলাউদ্দিনকে তো মঞ্চে ডেকে একসঙ্গে গানও গাইলেন লিজ।


মঞ্চে একসঙ্গে গাইছেন লিজ মিচেল ও আলিফ আলাউদ্দিন ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্স-এর প্রযোজনায় ‘রিভারস অব ব্যাবিলন’ গানটির নতুন সংগীতায়োজন করেন হৃদয় খান। তাতে গিটার বাজিয়েছেন কাজী ফায়সাল আহমেদ আর বেজ-এ ছিলেন ফারশিদ আলম। তিন শিল্পীর অংশগ্রহণে ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর আহমেদ।
ভিডিওটি ১৪ জুলাই রাতে ক্রেইন্স-এর ফেসবুক পেজে প্রকাশ হয়েছে।
পুরো প্রজেক্ট সম্পর্কে আলিফ আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এটা আমার সংগীত জীবনের সেরা ‍অনুভূতির একটি। লিজ খুব পছন্দ করেছেন আমাদের গান। ইভেন ভিডিওতে আমাদের মেকআপ-গেটআপ দেখেও মুগ্ধতা প্রকাশ করেছেন। সবচেয়ে বড় বিষয়, তিনি গানটি শুনে ও দেখে খুবই সারপ্রাইজড হয়েছেন। এবং এটাই আমরা চেয়েছিলাম। তিনি এতই খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে অফিসিয়াল অনুমতি দেন গানটি পাবলিকলি প্রকাশ করার জন্য। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া।’

প্রসঙ্গত, বনি এম সত্তরের দশকে আলোড়ন তোলা ডিসকো গানের দল। ইউরো-ক্যারিবিয়ান ৪ জন কণ্ঠশিল্পীর এই গানের দলটি সৃষ্টি করেছিলেন জার্মান সংগীত প্রযোজক ফ্রাঙ্ক ফ্যারিয়ার। বনি এম-এর প্রথম চার সদস্য হলেন লিজ মিচেল, মারিয়া ব্যারেট, মেইজি উইলিয়ামস ও ববি ফারেল। বর্তমানে দলের প্রধান গায়িকা লিজ মিচেল ছাড়া বাকি তিনজনই বেশ তরুণ।
বনি এম-এর প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’ প্রকাশ হয় ১৯৭৬ সালে। প্রথম অ্যালবামে ‘ডেডি কুল’, ‘সানি’, টেক দ্য হিট ফর মি’, ‘বেবি ডু ইউ ওয়ানা বাম্প’, ‘নো ওমেন নো ক্রাই’ ও ‘ফিভার’ গানগুলো রয়েছে। অ্যালবামের প্রথম হিট সিঙ্গেল ‘ডেডি কুল’ যুক্তরাজ্যের টপ চার্টে স্থান করে নেয়। ডিসকো গানের এ অ্যালবামটি ইউরোপের নানা দেশের টপ চার্টের সেরা অবস্থান অর্জন করে। এরপর তাদের আর পেছনে তাকাতে হয়নি। সারা বিশ্বে ডিসকো গানের দল হিসেবে তারা ট্যুর করতে থাকে।
দ্বিতীয় অ্যালবাম ‘লাভ ফর সেল’ বের করে ১৯৭৭ সালে। ‘মা বেকার’, ‘বেলফাস্ট’, ‌‘মাদারলেস চাইল্ড’ গানগুলো জনপ্রিয়তা পায়।
ঢাকার মঞ্চে বনি এম-এর চার সদস্য ১৯৭৮ সালে প্রকাশ পায় অ্যালবাম ‘নাইটফ্লাইট টু ভেনাস’। এ অ্যালবাম তাদের এনে দেয় ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা। ‘রিভারস অব ব্যাবিলন’, ‘রাসপুটিন’, ‘ব্রাউন গার্ল ইন দ্য রেইন’ গানগুলো অসম্ভব জনপ্রিয়তা পায়। যুক্তরাষ্ট্রেও তারা ব্যাপক সাড়া পায়। পরের অ্যালবাম ‘ওশেনস অব ফ্যান্টাসি’ প্রকাশ পায় ১৯৭৯ সালে। সেখানে স্থান পায় তাদের ক্যারিয়ারের আরেক তুমুল জনপ্রিয় গান ‘হুররে হুররে ইটস আ হলি হলি ডে’।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল