X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাউন্ড ডিজাইন বিষয়ে কলকাতায় কর্মশালা

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ০০:০৬আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৭:১৪

কর্মশালা সংশ্লিষ্টরা, ডানে আবীর শ্রেষ্ঠ

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট ও ঢাকার ভারমিলিয়ন ইন্সটিটিউট যৌথ উদ্যোগে তরুণ নির্মাতাদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে।
আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট কলকাতায় হবে সাউন্ড রেকর্ডিং ও ডিজাইনের ওপর এই কর্মশালা।
এতে সংগীত ও আবহ সংগীত বিষয়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের সাউন্ড বিভাগের অধ্যাপক দেবাশীষ ঘোষাল, সাউন্ড ডিজাইন বিষয়ে সহযোগী অধ্যাপক পঙ্কজ শীল ও লোকেশন সাউন্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন সহযোগী অধ্যাপক আব্দুল রাজ্জাক।
কর্মশালাটি সমন্বয় করছেন ভারমিলিয়ন ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আবীর শ্রেষ্ঠ।
কলকাতার আগে ২০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আরও একটি প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে। মূলত সেখান থেকে বাছাইকৃত ২০ জন প্রার্থী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য মূল কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিষয়টি নিয়ে ভারমিলিয়ন ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আবীর শ্রেষ্ঠ বলেন, ‌‘রেডিও-টেলিভিশন-চলচ্চিত্র সব মাধ্যমেই শব্দ এক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ। একজন সাউন্ড ডিজাইনার যেটা করেন তা হলো- হিউম্যান ভয়েজ, মিউজিক, সাইকোলজি, অ্যাকুস্টিকস ও ড্রামা ইত্যাদি বিষয়ের দিকে নজর দিয়ে একটি ‘অর্কেস্ট্রা’ তৈরি। আমরা সে বিষয়ে দক্ষ করতেই এ কর্মশালার আয়োজন করেছি।’
জানালেন, এতে অংশ নিতে হলে নিবন্ধন ও আবেদনপত্র প্রাপ্তিস্থানটি হচ্ছে- রাজধানীর এলিফেন্ট রোডের বাটা সিগন্যালের পাশে টি-শার্ট মিউজিয়াম (২১৮, এলিফেন্ট রোড)।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!