X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রীতমের গান নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

সুধাময় সরকার
২০ জুলাই ২০১৮, ১৮:১০আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৪:০৫

সিনেমার প্রাথমিক পোস্টার ও প্রীতম আহমেদ

এরকমটা যে হয়নি আগে, তাও কিন্তু নয়। হয়েছে, বিখ্যাত গান অবলম্বনে দুই বাংলায় নাটক-সিনেমা প্রচুর হয়েছে। তবে অপ্রকাশিত গান থেকে সরাসরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত বেশ রেয়ার।

সেই তালিকায় এবার যুক্ত হলেন বিষয়ভিত্তিক গানের অন্যতম সংগীতশিল্পী প্রীতম আহমেদ। তার অপ্রকাশিত গান ‘তুমি এমন কেন?’ অবলম্বনে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রীতম জানান, নিজের কথা-সুরে গানটি রেকর্ড করার পর এর ভিডিও নির্মাণের পরিকল্পনা চলছিল নির্মাতা ফরহাদ আহমেদের সঙ্গে। শিল্পী নিজেই একটি ছোট্ট আইডিয়া ক্রিয়েট করলেন গানটিকে ঘিরে। শিল্পী ও নির্মাতার মধ্যে এই আইডিয়া শেয়ারিংয়ের ফাঁকে তৈরি হলো নতুন সম্ভাবনা। নির্মাতা ফরহাদ আহমেদ দেখলেন, এটিকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো সম্ভব। সম্মতি দিলেন প্রীতম আহমেদ। বসলেন প্রযোজক শফিকুল ইসলামের সঙ্গে। তিনিও রাজি হলেন। তারা ছবিটির নাম রাখলেন ‘এমন কেন?’।

নির্মাতা ফরহাদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিউজিক ভিডিওর আলাপ করতে গিয়ে যে গল্পটা দাঁড়ালো- সেটি দিয়ে একটি সিনেমা তৈরি সম্ভব। তাই গল্পটা মিউজিক ভিডিও করে নষ্ট করতে চাইনি। এর চিত্রনাট্য আমিই লিখছি। পাশাপাশি চলছে অভিনয়শিল্পী বাছাই প্রক্রিয়া। ১০ দিনের মধ্যে সব চূড়ান্ত হবে। আমাদের প্ল্যান আগস্টে শুটিংয়ে যাওয়ার।’


সংগীতশিল্পী প্রীতম আহমেদ ও নির্মাতা ফরহাদ আহমেদ এদিকে প্রীতম আহমেদ এখন পারিবারিক কাজে অবস্থান করছেন যুক্তরাজ্যে। সেখান থেকে তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘অনেক বছর ধরেই আমার মিউজিক ভিডিওগুলোর অন্যতম ডিরেক্টর ফরহাদ আহমেদ। বরাবরের মতো অপ্রকাশিত নতুন গানটি পাঠিয়ে একটা ছোট গল্প শুনলাম ভিডিওর জন্য। দুদিন সময় নিয়ে তিনি জানালেন- এই গান ও গল্পটা দিয়ে মিউজিক ভিডিও সম্ভব নয়, হলে সিনেমা হবে। এরমধ্যে তিনি সিনেমার স্ক্রিপ্টও সাজিয়ে ফেলেছেন! নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এম্পায়ার পিকচার্স এর পরিবেশনায় সিনেমার প্রাথমিক কাজ শেষ হয়েছে শুনেছি। গল্প যতটুকু শুনেছি, তাতে দর্শক পর্দায় নিজেকেই খুঁজে পাবেন বারবার।’

এদিকে নির্মাতা ফরহাদ আহমেদ জানান, ছবিটিতে থাকছে দুই বাংলার বেশ ক’জন অভিনয় ও কণ্ঠশিল্পী। আর পুরো ছবির সংগীত পরিচালনার কাজটি করবেন প্রীতম আহমেদ। ছবিটি হবে রহস্য ঘরানার গল্পে সাজানো। আর এটি মুক্তির পরিকল্পনা রয়েছে আসছে বছরের  প্রথম দিকে।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…