X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এআর রাহমানের সুরে গাওয়ার সাধ সেলেনার

বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০১৮, ১১:১৪আপডেট : ২১ জুলাই ২০১৮, ১২:১৪

এআর রাহমান ও সেলেনা গোমেজ অস্কারজয়ী সুরকার এআর রাহমান কখন কোন কাজ করেন, সবই খেয়াল রাখেন মার্কিন গায়িকা সেলেনা গামেজ। ভারতের এই সংগীতশিল্পীর সুরে গাওয়ার জন্য বলা যায় মুখিয়ে আছেন তিনি। ভারতের মিড-ডে পত্রিকাকে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন মার্কিন এই গায়িকা।

সেলেনা বলেছেন, ‘এআর রাহমানের কাজগুলো আমার ভালো লাগে। তিনি এখন বিশ্বব্যাপী পরিচিত। তার সুরে গাইতে পারলে কিংবা তার সঙ্গে কাজের সুযোগ পেলে ভালো লাগবে। বিশেষ করে বলিউডের ছবির গানে কণ্ঠ দিলে দারুণ ব্যাপার হবে।’

বলিউডের গণ্ডি পেরিয়ে এআর রাহমান হলিউডের বেশ কয়েকটি ছবির সংগীত পরিচালনা করেছেন। এ তালিকায় রয়েছে ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘১২৭ আওয়ারস’, ‘মিলিয়ন ডলার আর্ম’, ‘পিপল লাইক আস’ ও ‘পেলে: বার্থ অব অ্যা লিজেন্ড’।

অন্যদিকে ডিজনি সিরিজ ‘উইজার্ডস অব দ্য ওয়েভারলি প্লেস’-এ কাজ করে আমেরিকায় ঘরে ঘরে জনপ্রিয়তা পান সেলেনা গোমেজ। এরপর সংগীতাঙ্গনে পা রেখে দুনিয়াজোড়া খ্যাতি এসেছে তার হাতে। ২৫ বছর বয়সী এই তারকার গাওয়া বিখ্যাত গানের তালিকায় উল্লেখযোগ্য ‘কাম অ্যান্ড গেট ইট’, ‘সেম ওল্ড লাভ’, ‘হ্যান্ডস টু মাইসেলফ’ প্রভৃতি।

চলচ্চিত্রেও সমানতালে কাজ করছেন সেলেনা গোমেজ। ‘হোটেল ট্রানসিলভেনিয়া’ সিরিজের তিনটি ছবিতেই কণ্ঠ দিয়েছেন তিনি। তার অভিনীত ছবির তালিকায় আরও রয়েছে ‘অ্যানাদার সিন্ডেরেলা স্টোরি’, ‘প্রিন্সেস প্রোটেশন প্রোগ্রাম’, ‘মন্টে কার্লো’, ‘স্প্রিং ব্রেকারস’ প্রভৃতি। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘থার্টিন রিজনস হোয়াই’-এর নির্বাহী প্রযোজক তিনি।
সূত্র: এনডিটিভি

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)