X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ নাট্যদলের হয়ে মঞ্চে সুদীপ

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১৪:২৭আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৪:৪২

‘জিয়ু ইউ লাভ মি’ নাটক ‘লালজমিন’ মঞ্চনাটকখ্যাত নির্দেশক সুদীপ চক্রবর্তী কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে এখন আছেন যুক্তরাজ্যে। সেখানে এর আগে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় শিল্পীদের নিয়ে মঞ্চায়ন করেছিলেন ‘ব্রিকলেন ৭৮’ নামের নাটক। সুদীপ চক্রবর্তী
এবার এই নাট্য নির্দেশক কাজ করলেন লন্ডনের ‘দ্য জিয়ুইউশ ক্যাবারেট’ নাট্যদলের হয়ে। তাদের প্রযোজনা ‘জিয়ু ইউ লাভ মি?’-তে কাজ করছেন আলোক পরিচালক হিসেবে।
বিখ্যাত এ শহরটির লায়ন অ্যান্ড ইউনিকর্ন থিয়েটারে গত ২৭ জুলাই থেকে এটি শুরু হয়ে গতকাল প্রদর্শনী শেষ হলো।
২৯ জুলাই দুপুরে সুদীপ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি মূলত মিউজিক্যাল ড্রামা। আমি যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি মূলত তাদের মাধ্যমেই নাট্যদলটির সঙ্গে কাজ করা। এতে স্বল্প সময়ের জন্য কাজ করতে হবে বলে যুক্ত হলাম। নাটকটির জন্য আমি আলোক ডিজাইন করেছি।’
‘দ্য জিয়ুইউশ ক্যাবারেট’ লন্ডনকেন্দ্রিক ব্রিটিশ-ইসরায়েলি মঞ্চনাটকের দল। তারা লন্ডনে নিয়মিত নাটক মঞ্চায়ন করে।
প্রসঙ্গত, সুদীপ চক্রবর্তী নাট্যকলা অধ্যয়নে বাংলাদেশ থেকে কমনওয়েলথ স্কলারশিপ পাওয়া প্রথম ব্যক্তি। বয়সে তরুণ এ নির্দেশক এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এখন যুক্তরাজ্যের গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
তার উল্লেখযোগ্য মঞ্চ নাটক হলো- চাকা, রক্তকরবী, দক্ষিণা সুন্দরী, প্রণয় যমুনা, মহাজনের নাও, লাল জমিন, ফণা, গহনযাত্রা, ম্যাকবেথ, শেক্সপিয়র সপ্তক, জ্যোতিসংহিতা, বিভাজন, পাইতাল প্রভৃতি।
‘জিয়ু ইউ লাভ মি’ নাটকের দৃশ্য

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!