X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কোটির ক্লাবে সমতায় ফিরলেন কণা!

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১৫:১৬আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৯:২৯

মডেল আজহার ও তাসনুভা, কণ্ঠশিল্পী কণা ইউটিউব থেকে কোটি ভিউয়ের স্বাদ সুকণ্ঠী কণা আগেই পেয়েছেন। পর পর তিনবার। যার দুটি চলচ্চিত্রের গান (দিল দিল দিল এবং ওহে শ্যাম), একটি মিউজিক ভিডিও (রেশমি চুড়ি)।

অডিও গান কিংবা মিউজিক ভিডিওর দীর্ঘ ক্যারিয়ারে এবার দ্বিতীয়বারের মতো কোটি ভিউয়ের ক্লাবে ঢুকলেন তিনি। সেই সঙ্গে চলচ্চিত্র আর অডিও গানের কোটি ভিউতে সমতা আনলেন। কোটির বিচারে কণার ঘরে এবার দুটি চলচ্চিত্র আর দুটি মিউজিক ভিডিও জমা হলো।
এবারের গানটির নাম ‘ইচ্ছেগুলো’। গত বছর এপ্রিলে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া এই গান-ভিডিওটি সম্প্রতি (৩০ জুলাই) অতিক্রম করেছে কোটি ভিউয়ের ঘর। এতে কণা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
এর ভিডিও নির্মাণ করেছেন একে পরাগ। মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের অভিনেত্রী তাসনুভা তিশা। মোশন রক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় নির্মিত গল্পনির্ভর ব্যয়বহুল এই ভিডিওতে দেখা গেছে কণ্ঠশিল্পী কণাকেও।
গানটির ভিউ কোটি অতিক্রম করায় উচ্ছ্বসিত দিলশাদ নাহার কণা। তার ভাষ্য, ‘অসম্ভব সুন্দর একটি গান। কৃতজ্ঞ নাজির ভাই আর মুশফিক ভাইর প্রতি। গানটির ভিডিওটাও অসম্ভব সুন্দর ছিল। শুরুতেই আমার মন বলছিল এই গানটি অনেকদূর যাবে। অনেক দিন টিকে থাকবে। কোটি ভিউ অতিক্রম করার মধ্য দিয়ে সেটিই প্রমাণ হলো। গানটি যত্ন করে প্রকাশের জন্য সিএমভিকে ধন্যবাদ।’
এদিকে সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বললেন, ‘বরাবরই সংখ্যার চেয়ে মানের প্রতিযোগিতায় বিশ্বাস করি আমরা। গানটি অসম্ভব ভালো মনে হওয়ার কারণে এটির ভিডিও তৈরিতেও ছিল আমাদের সর্বোচ্চ চেষ্টা। সেই চেষ্টার ফল দর্শক-শ্রোতারা আমাদের দিয়েছেন। এটাই বড় প্রাপ্তি। শুদ্ধ বাংলা গানের জয় হোক।’
‘ইচ্ছেগুলো’ গানটির লিংক:

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...