X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এখানে আমি এনজিও কর্মী, ওখানে নৃত্যশিল্পী: পূর্ণিমা

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ২১:০৪আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১২:৫৪

চুক্তি স্বাক্ষর শেষে পূর্ণিমা। লম্বা বিরতির পর একসঙ্গে দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন। একটি ‘জ্যাম’, অন্যটি ‘গাঙচিল’। নানা কারণে শুটিংয়ের আগেই দুটো ছবি বেশ আলোচিত হয়ে আছে।

কারণ, একটির সঙ্গে জড়িয়ে আছে অকাল প্রয়াত নায়ক মান্নার নাম আরেকটির সঙ্গে সরাসরি যুক্ত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আবার দুটো ছবিতেই পূর্ণিমা নির্মাতা হিসেবে পাচ্ছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলকে আর নায়ক হিসেবে থাকছেন ফেরদৌস! লম্বা বিরতি শেষে পূর্ণিমার এই ফেরার পুরোটাই বুঝি কাকতাল অথবা সম্মিলিত সুদূর পরিকল্পনার ফসল।
৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি বসেন তিনজনই-ফেরদৌস, পূর্ণিমা ও নেয়ামুল। যদিও এই বসার কারণ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মাণ প্রতীক্ষিত ‘গাঙচিল’ ছবির জন্য চুক্তিবদ্ধ হওয়া। চুক্তি স্বাক্ষর শেষে নির্মাতা নেয়ামুল জানান, ছবিটি নোয়াখালীর একটি চরের গল্প দিয়ে সাজানো হচ্ছে। উপন্যাসটি এরমধ্যে যারা পড়েছেন, তারা নিশ্চয়ই অবগত থাকবেন।
ছবিটির প্রযোজক হিসেবে থাকছেন যৌথভাবে নায়ক-নির্মাতা দুজনেই।
পূর্ণিমা বললেন, ‘পাঁচ বছর পর ফিরছি। দুটি ছবিতেই নায়ক হিসেবে পাচ্ছি আমার বন্ধু ফেরদৌসকে। পরিচালকও একই। এটা বেশ মজার বিষয়। এখানে (গাঙচিল) আমি এনজিও কর্মীর চরিত্রে, ওখানে (জ্যাম) থাকছি নৃত্যশিল্পীর ভূমিকায়। মানে দুটো আলাদা মেজাজের সিনেমা ও চরিত্র নিয়ে শুরু করছি। আগের মতো এবারও সবার ভালোবাসা প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানে জানানো হয়, ‘গাঙচিল’ এ ফেরদৌস অভিনয় করবেন সাংবাদিকের চরিত্রে। শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী