X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লোকার্নোতে পুরস্কৃত বাংলাদেশের চলচ্চিত্র ‘স্যান্ড সিটি’

বিনোদন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৩:৪৯আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৮:৩৬

রুবাইয়াত ও মেহেদী (ডান থেকে তৃতীয়) গত ১ আগস্ট থেকে সুইজারল্যান্ডে শুরু হয়েছে লোকার্নো চলচ্চিত্র উৎসব (দক্ষিণ এশিয়া)। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের তিনজন নির্মাতা।

তবে উৎসবের মাঝামাঝি ৬ আগস্ট তিন বছর মেয়াদি ‘ওপেন ডোর হাব’ প্রজেক্টের সমাপনী বছরের পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এতে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের ‘স্যান্ড সিটি’।
পুরস্কার হিসেবে এর নির্মাতা মাহদী হাসান পেয়েছেন আট হাজার ইউরো মূল্যের সিএনসি অ্যাওয়ার্ড। একই সঙ্গে ‘স্যান্ড সিটি’র চূড়ান্ত পর্যায়ের চিত্রনাট্য শেষ করার জন্য সুইজারল্যান্ডে দুই মাসের জন্য অবস্থানেরও সুযোগ পেয়েছেন এ নির্মাতা। আনুষ্ঠানিকভাবে মাহদী হাসানের হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ‘স্যান্ড সিটি’ প্রকল্পটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের প্রধান নির্মাতা রুবাইয়াত হোসেন।
এদিকে মাহদী হাসান জানান, আগামী বছর নাগাদ ‘স্যান্ড সিটি’ চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হবে। সেভাবেই তিনি প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে গতকাল লোকার্নো চলচ্চিত্র উৎসবে দেশের প্রথম চাকমা ভাষায় নির্মিত ছবি ‘দ্য বাইসাইকেল’ খ্যাত নির্মাতা অং রাখাইনের নতুন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য লাস্ট পোস্ট অফিস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।
এবারের আয়োজনে বাংলাদেশের আরও একটি স্বল্পদৈর্ঘ্য ও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলো হলো মাহদী হাসানের স্বল্পদৈর্ঘ্য ‘অ্যা ডেথ অব রিডার’ ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের পূর্ণদৈর্ঘ্য ‘লাইভ ফ্রম ঢাকা’। উৎসবটি শেষ হবে ১১ আগস্ট। ওপেন ডোরস হাবের পুরস্কার বিজয়ীরা

/এমআই/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী