X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আসছে ‘বিশ্ব উইথ শিষ্য’

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ০০:০১আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৪৯

মাহাদী, রাজীব, আনজাম মাসুদ, কুমার বিশ্বজিত ও কিশোর

বিটিভির আলোচিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর প্রথম পর্বে গেয়েছিলেন চিরসবুজ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানটির ২৫ পর্ব পার হলেও এরমধ্যে আর গান নিয়ে হাজির হননি তিনি।
তবে এবার ঈদ আয়োজনে বিশেষ পর্ব নিয়ে আসছেন এ গায়ক। আনজাম মাসুদের পরিকল্পনায় ‘বিশ্ব উইথ শিষ্য’ পর্বে বিশ্বজিতের সঙ্গে তার শিষ্য সংগীতশিল্পী রাজীব, মাহাদী ও কিশোরকে দর্শক গাইতে দেখবেন।

মাহফুজুর রহমান মাহফুজের লেখা শেখ সাদী খানের সুর করা ‘তুমি রোজ বিকেলে’, আব্দুল্লাহ আল মামুনের লেখা নকীব খানের সুর করা ‘তোরে পুতুলের মতো করে’ এবং ডা. সালাহ উদ্দিন সজলের লেখা কুমার বিশ্বজিতের সুর করা ‘তুমি পাগল বলো’ এই তিনটি গানে বিশ্বজিতের সঙ্গে গেয়েছেন এ প্রজন্মের এই তিন শিল্পী। গত ১২ আগস্ট বিটিভির প্রধান মিলনায়তনে গানটির দৃশ্য ধারণের কাজও শেষ হয়েছে বলে জানালেন অনুষ্ঠানটির পরিকল্পক, উপস্থাপন ও নির্দেশক আনজাম মাসুদ। বললেন, ‘দেশের সংগীতাঙ্গনের সত্যিকারের যুবরাজ তিনি। তার অনেক অনুসারী তো বটেই, বর্তমান প্রজন্মের অনেক শিল্পীই তাকে ওস্তাদ হিসেবে শ্রদ্ধা করেন। তাই ঈদে বিষয়টি গানে গানে তুলে আনার চেষ্টা করেছি। ইতোমধ্যে আমাদের সব কাজ শেষ হয়েছে।’

এদিকে শুধু শিষ্য হিসেবে নয়, অন্যদের যোগ্যতাকে প্রধান্য দিতে চাইলেন কুমার বিশ্বজিৎ। এ গায়ক বলেন, ‘আমার অন্যতম তিন শিষ্য তাদের যোগ্যতা দিয়েই দর্শকের রায়ে নিজেদের একটি অবস্থান গড়ে নিয়েছে। নিশ্চয়ই আগামীতে এদেশের সংগীতাঙ্গনকে তাদের অনেক কিছুই দেওয়ার আছে।’
জানা যায়, অনুষ্ঠানটি ঈদের অনুষ্ঠানসূচিতে বিটিভিতে দেখানো হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়