X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নতুন গান-ভিডিওতে বঙ্গবন্ধু

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ০৯:৫৯আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবি- সংগৃহীত পঁচাত্তরের ১৫ আগস্ট ছিল জাতির জন্য চিরবেদনার দিন। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে সপরিবারে হত্যা করা হয়। তাই আজকের এই দিনটি ঘিরে হাজার বছরের শ্রেষ্ঠ এ বাঙালিকে গানে গানে স্মরণ করেছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী। সে গানগুলো নিয়ে এ আয়োজন-

পিতার রক্তে:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। এটি লিখেছেন সুজন হাজং ও সুর করেছেন যাদু রিছিল। এর সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গানে কথাগুলো এমন- পিতার রক্তে রঞ্জিত এই বাংলাকে ভালোবাসি, তার রেখে যাওয়া এই বাংলার বুকে বারবার ফিরে আসি।

হয়নি তখন শেষ ভোরের আজান, গাইছিল পাখি সকালের গান:
গানটি গেয়েছেন সংগীতশিল্পী শফিক তুহিন। কথা যৌথভাবে লিখেছেন আবু সায়েম চৌধুরী ও শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন জেকে এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়াসিন আলী। এটি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ১৪ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছে।

রক্তের ঋণ:
‘তোমার এক ফোঁটা রক্তের ঋণ, আজও আমি অশ্রুহীন-চোখে কেঁদে যাই অবিরাম, দিতে পারিনি আমি তোমার স্বপ্নের দাম, ঘুমাও তুমি জাতির পিতা, লাল সবুজের পতাকাতে মিশে আছো প্রাণের নেতা’- এমন কথার গানটি লিখেছেন, সুর ও কণ্ঠ করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজনে আছেন অণু মোস্তাফিজ। হাজী তুহিনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে পলাশ খানের পরিচালনায় গানটির ভিডিওতে অভিনয় করেছেন হাজী তুহিন ও কেয়া চৌধুরী।

বঙ্গবন্ধুর সৈনিক:
গানটি গেয়েছেন দূরবীন ব্যান্ডের শহিদ। ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। শহিদ জানান, সিডি চয়েসের ব্যানারে গানটি ইউটিউবে প্রকাশ হবে। 

বজ্রকণ্ঠের নায়ক:
অগ্নিবীণা থেকে প্রকাশিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে মিশ্র অ্যালবাম ‘বজ্রকণ্ঠের নায়ক’। অ্যালবামের সবক’টি গান লিখেছেন আসমা টগর। এতে রয়েছে মোট ১০টি গান। শিরোনামগুলো হলো- পনের আগস্টেও বেদনা, শেখ মুজিব একটি নাম, বঙ্গবন্ধুকে জানো, শোন নতুন প্রজন্ম, বঙ্গমাতা, তাদের কেউ নাই, স্বাধীনতা তুমি, জয় বাংলা, একজনই শুধু ও তোমরা ঘাতক। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- প্রিয়াংকা গোপ, অপু সরকার, ইউসুফ আহমেদ খান, বন্দনা চক্রবর্তী, আবু বকর সিদ্দিক ও প্রিয়াংকা বিশ্বাস। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন সুজেয় শ্যাম।

পিতা:
‌‘পিতা' শিরোনামের এ গানটি গেয়েছেন শিল্পী বিশ্বাস। সুদীপ কুমার দীপের লেখায় এতে সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি ১৪ আগস্ট ইউটিউবের আরটিভি মিউজিকে অবমুক্ত করা হয়েছে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…