X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

একই মঞ্চে ‘নিত্যপুরাণ’-এর চার দ্রৌপদী

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৮:১৭আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৩:৫৩

সাম্প্রতিক রিহার্সেলে মাসুম রেজাকে ঘিরে চার দ্রৌপদী দ্রৌপদীর উপলব্ধি আর দীর্ঘশ্বাসের অন্যরকম আখ্যান ‘নিত্যপুরাণ’। গত ১৮ বছরে মঞ্চের বাতাস চৌকাঠে তা তুলে এনেছেন চারজন নারী।
চার দ্রৌপদী প্রথমে দ্রৌপদী হয়ে মঞ্চে উঠেছিলেন শিরিন খান মনি। এরপর বিভিন্ন পর্যায়ে মঞ্চে এসেছেন নাজনীন হাসান চুমকী, বন্যা মির্জা ও সুষমা সরকার।
তবে এবার চারজনই একসঙ্গে অভিনয় করবেন, একসঙ্গে হবেন দ্রৌপদী।
কারণটা তাদের হীরক জয়ন্তী। ‘নিত্যপুরাণ’ এর অনবদ্য এই মঞ্চায়নটি হবে আগামী ১৭ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায়, জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে।
মহাভারতের একটি অংশ হলো একলব্য সংহার। সে অংশটুকু থেকেই শুরু হয় এ নাটক। নিম্ন বর্ণের সন্তান একলব্যকে শ্রেষ্ঠ বীর হিসেবে অর্জুনের সঙ্গে স্বীকৃতি দেয় দ্রোণাচার্য। সঙ্গে দ্রৌপদীর অব্যক্ত কথা ও মনের দোলাচল উঠে আসে গল্পে।
‘নিত্যপুরাণ’-এর রচয়িতা ও নির্দেশক মাসুম রেজা জানালেন, এই আয়োজনটি নিয়ে ভিন্নভাবে পরিকল্পনা করা হয়েছে। এতে চারজনই চারটি অংশে মঞ্চে আসবেন।
তিনি বললেন, ‘শুক্রবারে (১৭ আগস্ট) হবে আমাদের দুটি প্রদর্শনী। প্রথমটা বিকাল চারটা ৩০ মিনিটে ও দ্বিতীয়টা সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে।’
নান্দনিক সংলাপ ও গাঁথুনিতে প্রশংসিত এ নাটকটিতে প্রথম একলব্য চরিত্রটি করতেন প্রয়াত দিলীপ চক্রবর্তী। তার মৃত্যুর পর এটি এখন করছেন মামুন চৌধুরী রিপন।
এছাড়াও দ্রোণাচার্য চরিত্রে সমাপন, যুধিষ্ঠির কামাল আহমেদ, অর্জুন লরেন্স উজ্জ্বল, সহদেব মাইন, নকুল নীরব, ভীমসেন হিসেবে ফিরোজ অভিনয় করেছেন।
প্রায় ১২ বছর পর গত বছর ১০ নভেম্বর আবারও মঞ্চে উঠেছে দেশ নাটকের ১৫তম প্রযোজনা ‘নিত্যপুরাণ।’
২০০১ সালে নাটকটি প্রথম মঞ্চায়িত হয়। ২০০৫ সালে ৫৯তম মঞ্চায়নের পরে মাঝে টানা ১২ বছর মঞ্চস্থ হয়নি নাটকটি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’