X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ঈদের পর চন্দন-আফ্রির ‘নীল ফড়িং’

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ২০:৪৩আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:৪৬



সাইফ চন্দন ও আফ্রি বিনা বাধায় ছাড়পত্র পেয়েছে ঢালিউডের নতুন জুটি সাইফ চন্দন-আফ্রির প্রথম ছবি ‘নীল ফড়িং’। ১৩ আগস্ট ছবিটি সেন্সর প্রদর্শনের পর মুক্তির অনুমতি পায়।

নোমান ফিল্মস এর ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার।
নির্মাতা জানান, সপ্তাহ দুই আগে সেন্সরের জন্য ছবিটি জমা দেওয়া হয় বোর্ডে। সোমবার ‘নো অবজেকশন’ ক্যাটাগরিতে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেন বোর্ড সদস্যরা। ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসাও করেছেন বলে জানান পরিচালক।
ছবিটি প্রসঙ্গে তরুণ নায়ক সাইফ চন্দন বললেন, ‘আমি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। দর্শক ছবিটি দেখলে বুঝতে পারবেন আমার চরিত্রটির গুরুত্ব কতটুকু। আশা করছি আমার সঙ্গে আফ্রিকে জুটি হিসেবে ভালোই গ্রহণ করবেন দর্শকরা। কৃতজ্ঞ পরিচালক ইদ্রিস হায়দার ভাইয়ের প্রতি, আমাকে এত বড় সুযোগ দেয়ার জন্যে।’
‘নীল ফড়িং’ ছবিতে লিপু চরিত্রে অভিনয় করেছেন সাইফ চন্দন ও অবনী চরিত্রে আফ্রি।
এতে চন্দন-আফ্রি জুটি ছাড়াও অভিনয় করেছেন শিপন, আশিক, রাজন, তৃষ্ণা, আরাবি, চম্পা, শহিদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আরমান পারভেজ মুরাদ, নিমা রহমান, কাজী উজ্জ্বল, ফারুক আহমেদ, মুকিত জাকারিয়া প্রমুখ।
ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন নির্মাতা ইদ্রিস হায়দার নিজেই।
নির্মাতা জানান, ঈদের পরেই ছবিটি মুক্তি দেওয়া হবে।
প্রসঙ্গত, সাইফ চন্দন নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা। তার পরিচালনায় প্রথম ছবি আরজু-আইরিনকে নিয়ে ‌‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। সাম্প্রতিক সময়ে তিনি নির্মাণ করছেন নিরব-সোহানা সাবাকে নিয়ে ‘আব্বাস ওটু’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক