X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘যতদিন বেঁচে থাকব, এফডিসিতেই কোরবানি দেবো’

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০১৮, ০০:০৫আপডেট : ২২ আগস্ট ২০১৮, ০০:০৫

পরীমনি‘আমার দ্বিতীয় পরিবার হলো এফডিসি। আর আমরা সবাই এই পরিবারেরই সদস্য। নিজের পরিবারের জন্য কিছু করার শান্তি অন্যরকম। তাই সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকব, এফডিসিতেই কোরবানি দেবো। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করব। এ কাজটি করে অনেক তৃপ্তি ও ভালোলাগা অনুভব করি।’

কথাগুলো বেশ আবেগ নিয়ে বললেন চিত্রনায়িকা পরীমনি।
২০১৬ সালে বিএফডিসিতে প্রথম কোরবানি দেন পরীমনি। সেই ধারাবাহিকতা রেখেছেন গত বছরও। এবারের আয়োজনটা আরেকটু বড় করেছেন। এরমধ্যে কিনেছেন তিনটি গরু। জানান, আজ (২২ আগস্ট) ঈদের দিন সহশিল্পীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করবেন।
এদিকে পরীমনির পথ ধরে এবারই প্রথম চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে অসচ্ছল ও দুস্থ শিল্পীদের জন্য গরু কোরবানির উদ্যোগ নেওয়া হয়েছে। কেনা হয়েছে তিনটি গরু। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, সমিতির পক্ষ থেকে এ বছর কোরবানির গরুর মাংস অসচ্ছল শিল্পীদের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
জায়েদ খানতিনি বললেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া আর শিল্পীদের মধ্যে বন্ধন অটুট রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
এদিকে পরীমনি ও জায়েদ খান অভিনীত কোনও চলচ্চিত্র এবারের ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে না। তবে দুজনকেই পাওয়া যাবে ছোট পর্দার বেশ কিছু বিশেষ আয়োজনে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং