X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ধর্ষককে নিয়ে চলচ্চিত্র, মূল চরিত্রে টিয়া পাখি!

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ০০:১০আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৬:৩০

‘টিয়ার জবানবন্দি’র একটি দৃশ্য

গল্পটি একজন ধর্ষককে ঘিরে। আর মূল চরিত্রটিতে দেখা যাবে খাঁচায় বন্দি একটি টিয়া পাখিকে! এমনটা দেখা যাবে সোহেল রানা বয়াতির একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
আন্না পুনমের ‘ভেনাসের ঝলসানো কিশোর ডানা’ ছোট গল্প অবলম্বনে নির্মাণচলতি এই চলচ্চিত্রের নাম ‘টিয়ার জবানবন্দি’।
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ সম্পন্ন হয়েছে। চলছে সম্পাদনার কাজ। ধর্ষণ ও যৌন হয়রানির মনস্তাত্ত্বিক বিষয়বস্তুকে কেন্দ্র করে এটি নির্মাণ করছেন বলে জানান নির্মাতা বয়াতি।
ইমেইলের মাধ্যমে তিনি এ প্রসঙ্গে বললেন, ‘‘আমি মনে করি সমাজের প্রতিটি মানুষ ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষ, পরোক্ষ বা মানসিকভাবে জড়িত। যখন দেখি ছোট ছোট শিশুরা পর্যন্ত যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পায় না, তখন নিজেকে অপরাধী মনে হয়। অথচ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ব্যাধি দূর করা যেতে পারে। ‘টিয়ার জবানবন্দি’তে ধর্ষিতার না বলা কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি।”
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ইকবাল হোসেন, জয়িতা মহলানবীশ, নিলুফার ওয়াহিদ এবং শিশুশিল্পী বৃষ্টি।
কাজটি প্রসঙ্গে একই মেইল বার্তায় অভিনেতা আশীষ খন্দকার বললেন, ‘মনস্তাত্ত্বিকভাবে আলোড়িত করার মতো একটি কাজ হচ্ছে। একজন অভিনেতা হিসেবে ধর্ষক চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জ ছিল। কারণ, যেকোনও চরিত্রে অভিনয় করতে গেলে আমি তার শিল্পমাত্রাকে ধরে রাখার চেষ্টা করি। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী।”
নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, সম্পাদনা শেষে শিগগিরই সবার জন্য উন্মুক্ত হবে ‘টিয়ার জবানবন্দি’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
লোপার গানচিত্র ‘পহেলা বৈশাখ’
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি  (ভিডিও)
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি (ভিডিও)