X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খুনি চরিত্র, মেকআপ ছাড়া জয়া

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১৮:০৮আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৩:১৭

একটি দৃশ্যে জয়া আহসান ও সুব্রত দত্ত

চার খুনের মামলা, দীর্ঘদিন জেলের মধ্যে আটকে আছে একটা মেয়ে। জাঁদরেল পুলিশ অফিসাররা নাস্তানাবুদ করছে স্বীকারোক্তি নিতে। মেয়েটিকে নিয়ে কোনও কূল করতে পারছেন না তারা।
এমন একটি চরিত্র নিয়ে কলকাতায় হাজির হচ্ছেন দুই বাংলার প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান। গত মে মাসে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসে ওপার বাংলার নির্মাতা অর্ণব পালের পক্ষ থেকে। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের এই ছবিটির নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’।
সে সময়ই শহর কলকাতায় উপস্থিত হন দেবজ্যোতি মিশ্র, জয়া আহসান, চিরঞ্জিতসহ অনেকে। এরপর টানা কয়েক দিন চলেছে ছবিটির কাজ।
আর নিজ চরিত্রের কারণেই এতে জয়াকে একেবারে মেকআপহীনভাবে পাওয়া যাবে বলে জানা গেছে। ছবির অন্যতম চরিত্র বৃষ্টি, এই চরিত্রে অভিনয় করেছেন তিনি।
জয়া বললেন, ‌‘‘স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডার’-এর রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে বেড়াতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে যায়, যা নিয়ে পুলিশ-আদালত পর্যন্ত যেতে হয়। জেলেও তাকে অনেক দিন ধরে জেরা করা হয়। আর এ কারণে ছবির অনেক দৃশ্যে আমাকে একেবারে মেকআপ ছাড়া পাওয়া যাবে। আবার এতে গ্ল্যামারাস দৃশ্যেও থাকছি।’’
ছবিটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সুব্রত সাহা। তিনি আছেন পুলিশের তদন্ত কর্মকর্তা হিসেবে।
নারীকেন্দ্রিক এই ছবিতে জয়া আহসানের পাশাপাশি আরও অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী, সুব্রত দত্ত, রজতাভ দত্ত, বাদশা মৈত্র, রাজেশ শর্মা, সঞ্জীব সরকার, নিমাই ঘোষ, সোনালি চট্টোপাধ্যায়, তনুশ্রী চট্টোপাধ্যায় প্রমুখ। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র ও রকেট মণ্ডল।
শুটিং হয়েছে কলকাতায় আর ভারত-ভুটান সীমান্তের ঝালংয়ে। ‘বৃষ্টি তোমাকে দিলাম’ সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়