X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান নিয়ে কনসার্ট

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৮, ১৯:১০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২০:০৫

ফিডব্যাক (উপরে), মাইলস (নিচে)

শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান নিয়ে আয়োজিত হচ্ছে একটি বড়সড় কনসার্ট। যেখানে পারফর্ম করবে দেশের বেশক’টি জনপ্রিয় ব্যান্ড।
বৈশাখী টেলিভিশন ও নাগরিক ঢাকা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এটি। এদিন বেলা ৩টায় ‘ক্লিন ঢাকা কনসার্ট’ নামের এই আয়োজন উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
এই কনসার্টে অংশ নিচ্ছে ব্যান্ডদল ফিডব্যাক, মাইলস, ডিফারেন্ট টাচ, নেমেসিস, বন্ধুজনা ও যাত্রী।
এই কনসার্টে বাড়তি বিনোদনের মাত্রা যোগ করতে মঞ্চে আরও থাকছে মিরাক্কেলখ্যাত আবু হেনা রনি ও শাওন মজুমদারের কৌতুক পরিবেশনা।
এ কনসার্ট চলবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। পুরো অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।
আয়োজন নিয়ে নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সভাপতি এম. নাঈম হোসেন বলেন, ‘ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যোগ্য নাগরিক গড়ে তোলার স্বার্থেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে নাগরিক ঢাকা ফাউন্ডেশন। এই পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এবার হচ্ছে ক্লিন ঢাকা কনসার্ট। ভবিষ্যতে নাগরিক ঢাকা আরও নতুন নতুন কর্মকাণ্ড নিয়ে মানুষের সামনে হাজির হবে। সেই পরিকল্পনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
কনসার্টের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বৈশাখী টেলিভিশনের হেড অব প্রোগ্রাম আহসান কবির। এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘নাগরিক দায়িত্ব থেকেই এই আয়োজন করা হয়েছে। আশা করি দর্শকরা কনসার্টটি উপভোগ করবেন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা