X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১১ বছর পর নবনীতার গানের অ্যালবাম

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৮

নবনীতা চৌধুরী সংবাদ পাঠিকা বা রাজনৈতিক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পরিচিতি রয়েছে নবনীতা চৌধুরীর।

সাংবাদিকতা পেশার পাশাপাশি তার আরও একটি সহজাত আছে। তা হলো- গান।
হ্যাঁ, তিনি পুরাদস্তুর গানের মানুষও। যার সাম্প্রতিক প্রমাণ মিলেছে তার গাওয়া ‘আহারে সোনালি বন্ধু’ গানের মাধ্যমে।
হাছন রাজার বিখ্যাত এ গানটির ভিডিও অবমুক্ত করেছে জি-সিরিজ। এর সংগীতায়োজন করার পাশাপাশি ভিডিওটিতে নবনীতার সঙ্গে অংশ নিয়েছেন সংগীতশিল্পী, আজব ব্যান্ডের গায়ক লাবিক কামাল গৌরব। গানটি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন এই টিভিমুখ।
মূলত এটি নবনীতার নতুন অ্যালবামের শিরোনাম গান।
নবনীতা ও গৌরব বিষয়টি নিয়ে নবনীতা বললেন, ‘এটি আমার অ্যালবামের টাইটেল গান। অ্যালবামটি আগামী দেড় মাসের মধ্যে শ্রোতাদের হাতে তুলে দিতে পারব বলে বিশ্বাস। এর আগে গানটির ভিডিও প্রকাশ করা হলো। ভালোই সাড়া পাচ্ছি। উৎসাহ পেলাম।’
আরও জানালেন, বাংলা গান সমৃদ্ধ করা মরমী কবি ও সাধকদের সৃষ্টি নিয়ে তার নতুন অ্যালবামটি সাজানো হয়েছে। যার মধ্যে রয়েছে লালন শাহ, হাছন রাজা, রাধারমণ, শিতালং শাহ ও রসিকলালের গান। এতে গান থাকছে মোট ৯টি।
২০০৭ সালে আইয়ুব বাচ্চুর সংগীতায়োজনে নবনীতার প্রথম অ্যালবাম ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ প্রকাশ হয়েছিল। এবার লাবিক কামাল গৌরবের সংগীতায়োজনে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন নবনীতা।

আহারে সোনালি বন্ধু:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার