X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে লন্ডন-বেঙ্গলি চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪২

রুহী ও মনসুর শুরু হচ্ছে লন্ডনে অন্যতম বাংলা চলচ্চিত্র আসর ‘লন্ডন-বেঙ্গলি চলচ্চিত্র উৎসব’।
চতুর্থবারের মতো এ আয়োজন হবে আগামী বছরের এপ্রিল মাসে। তাই চলতি মাস থেকে শুরু হয়েছে চলচ্চিত্র জমা দেওয়ার প্রক্রিয়া।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন উৎসবের উদ্যোক্তা ও পরিচালক লন্ডন প্রবাসী চিত্রপরিচালক মনসুর আলী ও তার স্ত্রী মডেল রুহী।
মনসুর জানালেন, এখন চলছে চলচ্চিত্র গ্রহণ ও নিবন্ধন। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এটি চলবে। এরপর বাছাই প্রক্রিয়া শুরু হবে। নির্বাচিত ছবিগুলো প্রদর্শন করা হবে উৎসবে। আর বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন কয়েকটি দেশের চলচ্চিত্রবোদ্ধারা।
এছাড়া উৎসবে ঢালিউড ছাড়াও টলিউড ও হলিউডের বেশ কয়েকজন বোদ্ধা থাকছেন।
মনসুর বলেন, ‘বাংলা চলচ্চিত্র নিয়েই আমাদের এ আয়োজন। চাই, বাংলা ছবি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক। এ লক্ষ্য থেকে উৎসবটি শুরু হয়েছে।’
নির্মাতারা www.lbff.co.uk এ ঠিকানার মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।
উল্লেখ্য, মনসুর আলীর প্রথম চলচ্চিত্র ‘৭১-এর সংগ্রাম’। মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুহী ও আমান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া