X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আসছে মেহজাবীনের ‘অমৃত কথা’

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৩

মেহজাবীন চৌধুরী মেহজাবীন চৌধুরী; টিভি নাটকে এখন যার কদর সবচেয়ে বেশি।
গত বছর ‘বড় ছেলে’র উন্মাদনা পেরিয়ে শেষ ঈদ উৎসবেও একাধিক নাটকে তিনি অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শক-সমালোচকদের।
ফলে ঈদ-বিশেষ নাটকের বাইরেও মেহজাবীনের কাজের প্রতি নজর থাকে দর্শক-সমালোচকদের। তাকে নিয়ে তেমনই একটি নাটক নির্মিত হলো। নাম, ‘অমৃত কথা’। এটি
রচনা করেছেন মাসুম শাহরীয়ার ও পরিচালনা করেছেন এল আর সোহেল।
এর গল্পটা এমন, রঞ্জু এখনও বিয়ে করেনি। একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। বাবা মারা গেছে অনেক দিন। মাকে নিয়ে সংসার। একতলা বাড়ির একটা অংশ ভাড়া দেয়া। এক সকালে রঞ্জুর গলা দিয়ে ব্লিডিং হতে শুরু করে। নানা রকম টেস্টের পর ডাক্তার জানান, অবস্থা ভয়াবহ। সাত দিনের বিশ্রাম। একটা শব্দও গলা দিয়ে বের করা যাবে না।
এরপর শুরু হয় একটা নির্বাক গল্প। চলে মূকাভিনয়। পাশের বাড়ির মেয়েটা এই সুযোগে তার ভালোবাসার কথা জানায় রঞ্জুকে। কিন্তু তার ভালোবাসা তো অন্যখানে।
পরিচালক জানান, নাটকে নির্বাক এই গল্পের শেষটা চমকে দেবে দর্শকদের। যেখানে দেখা যাবে, সত্যিকার ভালোবাসার গল্পের কোনও সংলাপ দরকার হয় না। কারণ, ভালোবাসতে ভাষা লাগে না। ভালোবাসার চেয়ে সুন্দর কোনও ভাষা নেই।  
এতে মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ডেইজি আহমেদ, প্রিমা, ফারহাদ বাবু প্রমুখ।
নাটকটি প্রচার হবে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার