X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চঞ্চল-তিশার সিনেমাটিক টিভি চমক

বিনোদন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৬আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০১:৩৭

বিজ্ঞাপনগুলোর পোস্টার চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা সিনেমায় নিয়মিত অভিনয় করলেও মূলত তারা নাটকেরই মানুষ। দুটো মাধ্যমেই দুজনে জুটি হয়ে কাজ করেছেন একাধিক। এবার তারা জুটি বেঁধেছেন সিনেমাটিক সিরিজ বিজ্ঞাপনচিত্রে।
সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন চঞ্চল-তিশা। রবি’র বিভিন্ন সামাজিক ও পণ্য প্রচারণামূলক কার্যক্রমে এই জুটিকে দেখা যাবে নিয়মিত। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর ইতোমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন দুজনে। যার প্রত্যেকটি নির্মিত হয়েছে বাংলা সিনেমার পুরনো আদলে।
চঞ্চল চৌধুরী জানান, তাদের এই বিজ্ঞাপনগুলোর শিরোনাম এমন—নীরব ঘাতক, ভণ্ড প্রেমিক, নিখোঁজ সংবাদ ও গোডাউনে শোডাউন।
মজার এই বিজ্ঞাপনগুলো দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচারের কথা রয়েছে আগামীকাল (১ অক্টোবর) থেকে।
চঞ্চল চৌধুরী বলেন, ‘এবার ডিজিটাল কোম্পানি রবির সঙ্গে কাজ করছি। বেশ ভালো লাগছে। আমাদের বিজ্ঞাপনগুলোও বেশ মজার হয়েছে। আশা করছি সবাই উপভোগ করবেন।’
চঞ্চল ও তিশা জানান, শিগগিরই একই সিরিজের আরও চারটি বিজ্ঞাপনে অংশ নেবেন তারা।
তিশা বললেন, ‘ভিন্নধর্মী এ বিজ্ঞাপনচিত্র এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রবির সঙ্গে কাজটি বেশ উপভোগ করছি।’
চলচ্চিত্রের প্রথাগত বাণিজ্যিক আবহ এবং সংলাপ দর্শকরা নতুন ধাঁচের এ বিজ্ঞাপনচিত্রগুলোর মাধ্যমে উপভোগ করবেন বলে জানিয়েছেন নির্মাতা তানভীর আহসান।
বিজ্ঞাপনগুলোর ট্রেলার:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন