X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকায় এসে এখন যাচ্ছেন বিশ্বমঞ্চে

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৩:২২আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৭:২৮

ঐশী। ছবি- অরণ্য জিয়া বরিশালের পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। স্কুল প্রতিযোগিতায় কখনও বিতার্কিক কখনও পরীক্ষার খাতায় মেধার স্বাক্ষর রেখেছেন। ঐশী। ছবি- অরণ্য জিয়া
আঁকাআঁকি বা উপস্থাপনায় ভীষণ আগ্রহ তার। সাঁতারেও পারঙ্গম।
তবে যে কারণে ঐশীকে অনেকে আলাদাভাবে চেনেন তা হলো বাল্যবিবাহ রোধে আগ্রহ। এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করেছেন তিনি।
মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে। সেখান থেকেই তিনি আজ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।
 দু’বোনের মধ্যে ঐশী ছোট। বড় বোনের নাম শশী। বাবা আব্দুল হাই সমাজসেবী আর মা আফরোজা হোসনে আরা স্কুলশিক্ষিকা। সেরা হওয়ার পরও বাল্যবিবাহ নিয়ে কাজ করার কথা জানালেন অষ্টাদশী এ মেয়ে।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস ঐশী বললেন, ‌‘এইচএসসি শেষ করে গত জুলাই মাসে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য এসেছিলাম। আইএলটিএস করছিলাম। তখনই শুনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজন করা হচ্ছে। এভাবেই হুট করে এতে নিবন্ধন করা।’
মুকুট জয়ের অনুভূতি জানাতে গিয়ে ঐশী বলেন, ‘এটা আমার কাছে এখনও অবিশ্বাস্য। ঢাকায় এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এখন মিস ওয়ার্ল্ডের মতো মঞ্চে যাচ্ছি!’

এদিকে বিজয়ী সম্পর্কে আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান বলেন, ‘এবারের বিজয়ীকে (ঐশী) নিয়ে আমরা খুব আশাবাদী। আমাদের বিশ্বাস তিনি মিস ওয়ার্ল্ডের সেরা দশে থাকবেন।’

রবিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) রাজদর্শন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী ঐশীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়।
৭ ডিসেম্বর চীনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি। ট্রফি হাতে ঐশী


ঐশীর পরিচিতি

জন্ম : বরিশালের পিরোজপুরে মাটিভাঙা
জন্ম তারিখ : ২৭ আগস্ট
বাবা : আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবী
মা : আফরোজা হোসনে আরা, স্কুলশিক্ষিকা
ভাই-বোন : দুই বোন। বড় বোন শশী
শিক্ষা : চলতি বছরই এইচএসসি পাস (অনার্সে ভর্তির প্রস্তুতি চলছিল)
প্রিয় লেখক : হুমায়ূন আহমেদ
প্রিয় বই : হুমায়ূন আহমেদের সব সাহিত্যই ভালো লাগে
প্রিয় অভিনেতা : নায়করাজ রাজ্জাক ও শাকিব খান।
প্রিয় অভিনেত্রী : শাবানা ও নুসরাত ফারিয়া


খেলাধুলা: সাঁতার
শখ: নাচ ও উপস্থাপনা

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!