X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডেটিং অ্যাপে প্রিয়াঙ্কার বিনিয়োগ

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ২০:৩২আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৬:১৪

প্রিয়াঙ্কা চোপড়া

অভিনেত্রী হিসেবে সারা দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন। মডেল আর গায়িকা হিসেবেও জনপ্রিয়তা আছে। ভারতে বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন। এবার আরেকটি নতুন অধ্যায় শুরু হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার।

নারীদের জনপ্রিয় ডেটিং অ্যাপ বাম্বলে বিনিয়োগ করছেন প্রিয়াঙ্কা। এ বছরের শেষ নাগাদ ভারতে যাত্রা শুরু করতে যাচ্ছে অন্তর্জালনির্ভর এই সেবা। শুধু অর্থলগ্নিই নয়, পরামর্শদাতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
মার্কিন নারী উদ্যোক্তা হুইটনি উলফে হার্ডের প্রযুক্তি সংস্থা বাম্বল কর্তৃপক্ষ বলছেন, প্রিয়াঙ্কা চোপড়া তাদের সঙ্গে অংশীদার, উপদেষ্টা ও বিনিয়োগকারী হিসেবে কাজ করবেন। তার ম্যানেজার আনজুলা আচারিয়াও বাম্বলের উপদেষ্টা হয়েছেন। ডেটিং অ্যাপ ব্যবহারে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য দিতে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বাম্বল।

ভারতে এখন নারীরা ডেটিং অ্যাপ ব্যবহারে ভরসা পাচ্ছেন। মূলত এজন্যই দেশটিতে বাম্বলকে নিয়ে আসছেন প্রিয়াঙ্কা। এর মাধ্যমে প্রযুক্তি ব্যবসায় যোগ দেওয়া তারকাদের তালিকায় নাম লেখালেন তিনি। অন্যরা হলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, বিয়ন্সে, টাইরা ব্যাঙ্কস ও অ্যাস্টন কুচার।

বাম্বল থেকে দেওয়া এক বিবৃতিতে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, নারীবান্ধব কাজে বিনিয়োগের মাধ্যমে সামাজিক রূপান্তর ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ঘটানো সম্ভব। নারীরা ভালোবাসা, বন্ধুত্ব ও একটি ক্যারিয়ার খুঁজে পেতে চায়। এখানেই তাদের দারুণ কাজে আসতে পারে বাম্বল।’
সম্প্রতি মার্কিন প্রযুক্তি-প্রধান কোডিং শিক্ষাপ্রতিষ্ঠান হলবার্টন স্কুলে বিনিয়োগ করেছেন প্রিয়াঙ্কা। সুবিধাবঞ্চিতদের শিক্ষাদান করে থাকে এই স্কুল। তবে দুটি প্রতিষ্ঠানে কত টাকা বিনিয়োগ করছেন তা জানাননি তিনি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) টুইটার ও ইনস্টাগ্রামে ৩৬ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আমার জন্য নতুন অধ্যায়! বাম্বল ও হলবার্টন স্কুলের সঙ্গে বিনিয়োগকারী হিসেবে অংশীদার হতে পেরে খুব ভালো লাগছে। প্রযুক্তি দুনিয়ায় লিঙ্গবৈচিত্র্য বৃদ্ধিতে এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে হাত মেলাতে পেরে আমি সম্মানিত। তাহলে শুরু করা যাক।’

প্রিয়াঙ্কা এখন আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় বিনোদনের সবচেয়ে বড় বিজ্ঞাপন। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে হলিউডে ঢুকেছেন তিনি। অভিনয় করেছেন ‘বেওয়াচ’-এ। এখন বলিউডে সোনালি বোসের পরিচালনায় ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির কাজ করছেন তিনি। তার হাতে আরও আছে হলিউডের ছবি ‘ইজনট ইট রোমান্টিক’ ও ‘কাউবয় নিনজা ভাইকিং’।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’