X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জয়া জানালেন ‘দেবী’ নির্মাণের গল্প (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ০০:০৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:৪২

জয়া আহসান জয়া আহসান। ‘দেবী’ ছবিতে নিজেই প্রযোজক ও অভিনেত্রী। তাই এটা নিয়ে বাড়তি আগ্রহ আছে দর্শকদের।
তবে প্রযোজক জয়া আসলে কী ভাবছেন!
‘যদি আর্টিস্ট জয়া একপাশে থাকে প্রযোজক জয়াকে অন্য পাশে রেখে এসেছি। প্রযোজক হিসেবে শুধু শুধু নাক গলাতে চাইনি। পুরো ছবিটা মূলত একটা টিম ওয়ার্ক। এটা হলো ‘দেবী’ টিম। ছবিটির সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়াটা বাকি আছে। এটা পেলে আনুষ্ঠানিক কাজ শেষ হবে। তখন ১৯ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। সে সময়ই দর্শকরা বুঝতে পারবেন কাজটি কেমন হলো! আমার মনে হয়, আমরা অবশ্যই ভুল করিনি। ছবি দেখে দর্শকরা হতাশ হবেন না বলেই আমাদের বিশ্বাস’—বললেন জয়া। জয়া ও চঞ্চল। ছবি- বাংলা ট্রিবিউন

ছবির চরিত্রগুলো নিয়েও বেশ প্রশংসা করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। বিশেষ করে অনম বিশ্বাস কেন এ ছবির পরিচালক, সেটিও তুলে ধরেন এভাবে, ‘সৃষ্টিশীলতার দিক দিয়ে অনম অনেক গুরুত্বপূর্ণ পরিচালক। আমরা যারা মিডিয়ায় কাজ করি, তারা তা জানি। আমার মনে হয়েছে তিনি হ‌ুমায়ূন আহমেদ বা মিসির আলিকে গল্পে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। আর এ ছবির জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতে হবে মেজবাউর রহমান সুমনকে। কারণ, পরিচালক কে হবেন, সেই সিদ্ধান্ত নিতে তার অবদানও আছে।’

বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজন ‘সেলিব্রেটি শো’-তে উপস্থিত হয়ে ছবির নানা বিষয়ে কথা বলেন শিল্পী। সঙ্গে ছিলেন চলচ্চিত্রটির অপর গুরুত্বপূর্ণ অভিনেতা চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বন্যা মির্জা

‘দেবী’ চলচ্চিত্রটিতে জয়া অভিনয় করেছেন রানু চরিত্রে। এটি নিয়ে জয়ার ভাষ্য, ‘চরিত্রটিতে অভিনয়ের সময় পরিচালক সবসময়ই একটা মিউজিক বাজাতেন, যেন সেটার আবহে অভিনয় করতে পারি। ছবিটি দেখার পর মনে হয়েছে, এটা কি সত্যিই আমি করেছি!’

বাংলা ট্রিবিউন সেলিব্রেটি শোটি হয় ৬ অক্টোবর বিকাল সাড়ে তিনটায়। অনুষ্ঠানটি পুরো দেখতে পারবেন ইউটিউবের এই লিংকে:

‘দেবী’ জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রথম সৃষ্টি। এর মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনা করছেন অনম বিশ্বাস। একইভাবে চলচ্চিত্রটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শবনম ফারিয়ার।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা