X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় হচ্ছে আরও ৪টি মাল্টিপ্লেক্স

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৩:৩৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:২৯

অনুষ্ঠানে কথা বলছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পাশে জয়া আহসান

ঢাকায় আরও ৪টি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এগুলোর উদ্যোগ নিয়েছে।
ইতোমধ্যে একটির কাজ শেষ। দ্রুতই এটি চালু হবে। এছাড়া মহাখালী, উত্তরা ও পূর্বাচলে আরও ৩টি মাল্টিপ্লেক্সের কাজ চলছে।
৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের ১৪ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‌‌‘সীমান্ত সম্ভারে (ধানমন্ডি) ৩টি হল নিয়ে একটি মাল্টিপ্লেক্স করেছি খুবই মডার্ন ডিজাইন দিয়ে। সব কাজ শেষ। শিগগিরই এটি চালু হবে। এছাড়া মহাখালী, উত্তরা ও পূর্বাচলেও আমাদের প্রজেক্ট শুরু হয়ে গেছে। দর্শকদের ভালোবাসা ও আগ্রহের কারণেই এগুলো তৈরির উদ্যোগ নিয়েছি। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামে আরও দুটি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা আছে আমাদের। তবে আগে ঢাকার মাল্টিপ্লেক্সগুলো শেষ করতে চাই।’
শুধু প্রেক্ষাগৃহই নয়, স্টার সিনেপ্লেক্স চলচ্চিত্র নির্মাণেও আসছে। মুক্তিযুদ্ধ, নারীর ক্ষমতায়ন ও মাদক নিয়ে তারা ছবি তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান।
সোমবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজিত ১৪ বছর পূর্তি উৎসবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন নানা অঙ্গনের তারকারা। এরমধ্যে ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, পপি, শাকিব খান, জয়া আহসান, নাবিলা উল্লেখযোগ্য।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অনুষ্ঠানে বেশ কিছু দেশের ছবিকে পুরস্কৃত করা হয়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন