X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রযোজকদের কাছে গিয়েছিলাম, তারা বিশ্বাস রাখেননি: জয়া

বিনোদন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১১:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:১০

জয়া আহসান। ছবি- ওয়ালিউল বিশ্বাস নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‌‘দেবী'। যার প্রধান চরিত্র মিসির আলি। উপন্যাসটি নিয়ে স্বনামে নির্মিত হয়েছে চলচ্চিত্র। কেমন হলো সেটা?
এটি জানা যাবে আগামী ১৯ অক্টোবর। কারণ, এদিন বড় পর্দায় আসছে চলচ্চিত্রটি।

তবে তার আগে মৌখিকভাবে প্রযোজক জয়া আহসান জানালেন ছবির নির্মাণের ঘটনা। বললেন নির্মাণের পেছনের কথাও।

ভাষ্যটা এমন, ‘‘আমি প্রডিউসারদের কাছে গিয়েছিলাম। নতুন পরিচালক, কাজ ভালো করবে; বলেছিলাম তাদের। কিন্তু তারা আমার ওপর বিশ্বাস রাখতে পারেননি। আসলে বাংলাদেশে এখনও সেভাবে প্রডিউসারশিপ তৈরি হয়নি। একটা কথা, এখন সবাই জানেন, ‘দেবী’ হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি। কোনও অবকাশ নেই এতে। তবে ১৯ তারিখের (অক্টোবর) পর এটাও সবাই বিশ্বাস করবেন, অনম বিশ্বাস নামের একজন পরিচালক আছেন, যিনি ‘দেবী’ চলচ্চিত্র নির্মাণ করেছেন।’’
ভিডিও লিংক:

ঠিক এমনটাই আত্মবিশ্বাস ঝরে পড়েছে ‘দেবী’ সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের। ১৫ অক্টোবর রাতে ঢাকা ক্লাবে আয়োজিত ছবি মুক্তিপূর্ব এক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা।

ছবির মিসির আলি চঞ্চল চৌধুরী বলেন, ‘‘পরীক্ষার ফলাফল প্রকাশের আগের দিন রাতে একজন পরীক্ষার্থীর যেমন লাগে, আমারও ঠিক তেমনই লাগছে। শেষ কবে ঠিকমতো ঘুমিয়েছি জানি না। 'দেবী' মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, রাতের ঘুম তত হারাম হয়ে যাচ্ছে।’’

শবনম ফারিয়ার প্রথম চলচ্চিত্র এটি। নীলু চরিত্রে অভিনয় করা এ তারকা বলেন, ‘‘চলচ্চিত্রে অভিষেকের জন্য ‘দেবী’র চেয়ে আর ভালো কিছু হতে পারত না। আমি খুবই খুশি ও আনন্দিত এত বড় তারকাদের সঙ্গে অভিনয় করতে পেরে।’’

হুমায়ূন আহমেদের ভক্তদের বাইরের দর্শকরা কি ‘দেবী’ দেখবে—এমন প্রশ্নের জবাবে পরিচালক অনম বললেন, ‘‘তারাই আমাদের বড় টার্গেট। যারা হুমায়ূন-ভক্ত তারা চরিত্রগুলো তুলনা করবেন এটা স্বাভাবিক। তবে যারা ‘দেবী’ উপন্যাস পড়েনি তারা একটা ফ্রেশ গল্প পাবেন।’’
আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থাপনা করেন রুম্মান রশীদ খান।

‘দেবী’ জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রথম সৃষ্টি। এর মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনা করছেন অনম বিশ্বাস। একইভাবে চলচ্চিত্রটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শবনম ফারিয়ার। এতে কেন্দ্রীয় চরিত্র রানু হিসেবে আছেন জয়া। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ ও ইরেশ যাকের। ছবিটি সরকারি অনুদানে নির্মিত।

বাঁ থেকে- জয়া, ফারিয়া, অনম ও চঞ্চল। ছবি- ওয়ালিউল বিশ্বাস

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!