X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ১৪:০০আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৭:০৯

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে আইয়ুব বাচ্চু। গিটার জাদুকর কিংবা ব্যান্ড সংগীতের এক অভিধান! প্রায় চার দশক ধরে যার সুরের মন্ত্রণায় আকুল দেশের সব শ্রেণি-পেশার মানুষ। শহীদ মিনারের চিরবিদায়ের দিনেও প্রিয় মানুষটিকে বিদায় জানাতে উপস্থিত হয়েছেন তাদেরই একটি অংশ।

রাজনৈতিক নেতা, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, নির্মাতা কিংবা তার ভক্ত অনুরাগী- সবাই এসেছেন ছুটে! আর সে ভিড়ও কখনও কখনও নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে লেগেছে। উপচে পড়া মানুষের লাইন জাতীয় শহীদ মিনার পার হয়ে চানখারপুলের মোড়ে গিয়ে ঠেকেছে! বিদায় অনুষ্ঠানে এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না।

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে ঠিক এভাবেই শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানিয়েছেন প্রিয় সংগীতশিল্পীকে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ঠিক সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। এ সময় শেষ বিদায় জানাতে উপস্থিত হন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, ফোয়াদ নাসের বাবু, রফিকুল আলম, ফকির আলমগীর, কাজী হাবলু, প্রিন্স মাহমুদ, মানাম আহমেদ, শাফিন আহমেদ, হাসান আবিদুর রেজা জুয়েল, শাহেদ, শফিক তুহিন, তানজীর তুহীন, জয় শাহরিয়ার, ডিরকস্টার শুভ, অভিনয়শিল্পী সূবর্ণা মুস্তাফা, ফয়সাল, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, নির্মাতা সালাহউদ্দিন লাভলুসহ অনেকে। ছিলেন এলআরবি’র সদস্যরাসহ দেশের বেশিরভাগ ব্যান্ড সদস্যরা। 

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে শহীদ মিনার বেলা সাড়ে ১২টায় মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় ঈদগাহ মাঠে। সেখানে বাদ জুমা প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় আইয়ুব বাচ্চুর স্টুডিও মগবাজারের এবি কিচেন প্রাঙ্গণে। সেখানে কিছুক্ষণ রাখার পর নিয়ে যাওয়ার কথা রয়েছে চ্যানেল আই কার্যালয়ে। এখানে ২য় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে শুক্রবার মধ্যরাতে কানাডা ও অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছানোর কথা আইয়ুব বাচ্চুর ছেলে ও মেয়ে। এরপর কাল শনিবার সকাল নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের এনায়েত বাজারে, আইয়ুব বাচ্চুর জন্মস্থানে। সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে। 

আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে উল্লেখ্য, গতকাল (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। তড়িঘড়ি তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সকাল ৯টা ৫৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা: শহীদ মিনারের ঢল ঠেকেছে চানখারপুলে

* ছবিগুলো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তুলেছেন ওয়ালিউল বিশ্বাস ও সাজ্জাদ হোসেন

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!