X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ১৪:১৫আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৫:৫৪

টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে আইয়ুব বাচ্চু বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অসংখ্য পোস্ট দিচ্ছেন সাধারণ মানুষ। তার বিভিন্ন সময়ের স্থিরচিত্রও শেয়ার হচ্ছে। এগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আইয়ুব বাচ্চু হ্যাশট্যাগ। ফলে এশিয়া অঞ্চলে টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে আছেন তিনি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শোকবার্তায় বলা হয়েছে, ‘কিংবদন্তি বাংলাদেশি পপ শিল্পী আইয়ুব বাচ্চুর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন রক সংগীতশিল্পী ও বাংলাদেশের শীর্ষস্থানীয় গিটারিস্ট। রক ব্যান্ড এলআরবি তারই হাতে গড়া।’
আইয়ুব বাচ্চুর ছবির সঙ্গে তার গাওয়া ‘এই রূপালি গিটার ফেলে একদিন চলে যাবো দূরে বহুদূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে’ গানের লাইন জুড়ে দিয়ে পোস্ট করেছেন অনেক ভক্ত ও শুভকাঙ্ক্ষী। বেশিরভাগ টুইটে রয়েছে ‘রেস্ট ইন পিস’ হ্যাশট্যাগ (শান্তিতে থাকুন)।
টুইটার ব্যবহারকারীরা লিখেছেন, ‘বিদায় হে অগ্রপথিক’, ‘কিশোর মনে ভালোবাসা অনুভব করতে শিখেছিলাম তোমার গান শুনতে শুনতে’, ‘কৈশোরটা হয়তো অসম্পূর্ণ থেকে যেত ওনার গান ছাড়া’, ‘জনপদ এখন ঘুমিয়ে পড়েছে, বাতাসে তোমার স্মৃতি।’
অনেকে জানিয়েছেন, শুক্রবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও বাদ জুম’আ জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর নামাজে জানাজার খবর।
চট্টগ্রামের সাংবাদিক মসরুর জুনায়েদ লিখেছেন, ‘আজ থেকে ৩৫ বছর আগে মাত্র ৬০০ টাকা পকেটে নিয়ে চট্টগ্রাম ছেড়েছিলেন আইয়ুব বাচ্চু। আজ (শনিবার) শেষবারের মতো সেই পুরনো ঠিকানায় ফিরছেন তিনি। আর কখনই চট্টগ্রাম ছাড়বেন না তিনি। যে শহরটার অলিগলিতে গিটার বাজিয়ে বেড়ে উঠেছিলেন, সেই শহরেই আজ থেকে চিরস্থায়ী হবেন এই কিংবদন্তি।’
গত ১৮ অক্টোবর সকালে মৃত্যুবরণ করেন এই গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক তথা রকস্টার। তার মৃত্যুতে বাংলা সংগীত জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। বাংলাদেশের মতো ভারতেও তাকে ঘিরে চলছে শোকের মাতম। আশির দশক থেকে শুরু করে প্রায় তিন যুগ ধরে দুই বাংলার অসংখ্য কিশোর ও তরুণের স্মৃতি বিনির্মাণে জড়িয়ে আছে তার নাম। উপমহাদেশের সেরা গিটারিস্ট ছিলেন তিনি। দেশ-বিদেশে গিটারিস্ট হিসেবে অনেক কদর ছিল তার।
আধুনিক, ধ্রুপদী ও লোকজ আঙ্গিকের গানে নতুন মাত্রা এনেছিলেন এই গুণী শিল্পী। বাংলাদেশে বাংলা গান আর আইয়ুব বাচ্চুর নাম ছিল সমার্থক। তার মৃত্যুতে বাংলা গানের স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় শেষ হলো।
শনিবার ট্রেন্ডিংয়ে আইয়ুব বাচ্চুর পরে আছে অমতৃসার ট্রেন ট্র্যাজেডি হ্যাশট্যাগ। ভারতের অমৃতসারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সম্পর্কিত খবরে এটি ব্যবহার হয়েছে। একই ঘটনা নিয়ে অমৃতসার ট্রেন অ্যাক্সিডেন্ট হ্যাশট্যাগ রয়েছে ছয় নম্বরে।
টুইটার ট্রেন্ডিংয়ে তিন নম্বরে রয়েছে বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকারের টুইট স্যাটারডে মোটিভেশন হ্যাশট্যাগ। সাত ও আট নম্বরে আছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। আজ (২০ অক্টোবর) তার জন্মদিন। এ উপলক্ষে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!