X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিজের জন্য বিশেষ একটা নাটক বানাবেন আরিয়ান

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ১৯:১৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১২:৪৯

মিজানুর রহমান আরিয়ান এবার নিজের জন্য একটা নাটক বানাবেন ‘বড় ছেলে’খ্যাত নাট্যকার-নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এরমধ্যে ব্যতিক্রম রয়েছে আরও। নাটকটি তিনি নিজেও লিখছেন না। উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে হাত পেতেছেন দর্শকদের কাছে!
রহস্যে না ঢেকে এবার বিষয়টি উন্মোচন হোক। গত ছয় বছরের ক্যারিয়ারে আরিয়ান নির্মাণ করেছেন ৪৫টি নাটক। যার সব ক’টিই তৈরি হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল অথবা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য। ঠিক এই পর্যায়ে এসে তিনি ভাবলেন, এবার ব্যক্তিগত শখের জায়গা থেকে একটা নাটক বানানো দরকার।
আরিয়ানের ভাষ্যে, ‘সপ্তাহ খানেক আগে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি (Mizanur Aryan) ১ লাখ সাবসক্রাইবার অতিক্রম করেছে। এটা আমার জন্য আনন্দের খবর। কারণ, এখানে আমার নাটকের কিছু ট্রেলার, গান ছাড়া বিশেষ কিছুই নেই। তবুও লাখ মানুষের এমন ভালোবাসা পেয়েছি। এতে আমি মুগ্ধ। তাই ভাবছি, নিজের ইউটিউব চ্যানেলের এই নিবেদিতপ্রাণ মানুষগুলোর জন্য কিছু একটা করা উচিত। যেটা হবে উপহারের মতোই। সেই ভাবনা থেকেই একটি নাটক বানানোর পরিকল্পনা করছি।’
আরিয়ান আরও বলেন, ‘আমার নির্মিত প্রায় ৯৮ ভাগ নাটকের গল্প-চিত্রনাট্য নিজেই লিখেছি। তবে এবার চাই সাধারণ দর্শকদের গল্প থেকে নাটকটি বানাতে। এর মাধ্যমে যদি একজন চিত্রনাট্যকারও বেরিয়ে আসেন- সেটা কম অর্জন কোথায়? আর আমি ভাবছি, এখন থেকে সারা বছর বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের জন্যেও নাটক নির্মাণ করবো। তবে সেটি একটির বেশি নয়।’  
আরিয়ান জানান, বিশেষ এই নাটকটির জন্য ৩০ অক্টোবরের মধ্যে যে কেউ তার জীবনে ঘটে যাওয়া অথবা নিজের লেখা ভালোবাসার গল্প লিখে পাঠাতে পারবেন এই ঠিকানায়- [email protected]

গল্প পছন্দ হলেই দ্রুত সময়ের মধ্যে সেটি হয়ে যাবে বিশেষ একটি নাটক। এবং সরাসরি উন্মুক্ত হবে মিজানুর রহমান আরিয়ানের একমাত্র ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য