X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘লোকরঙ্গ’ উৎসবে ‘গহনযাত্রা’

বিনোদন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৮, ১০:৩৬আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৯:০৮

গহনযাত্রা’র একটি দৃশ্য

৩০ অক্টোবর থেকে কলকাতায় শুরু হয়েছে নাট্যদল কসবা অর্ঘ্য আয়োজিত ‘লোকরঙ্গ ২০১৮’ উৎসব।
এতে অংশ নিচ্ছে বাংলাদেশের পদাতিক নাট্য সংসদ। তাদের নাটক ‘গহনযাত্রা’ মঞ্চায়ন হবে উৎসবের শেষ দিন (৪ নভেম্বর), কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে।
বিষয়টি নিশ্চিত করেছে নাট্যদলটি। তারা জানায়, উৎসবে অংশ নিতে আগামী ২ নভেম্বর পদাতিক নাট্য সংসদ কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ৪ নভেম্বর নাটকটি মঞ্চায়নের পরপরই তারা ফিরে আসবে ঢাকায়।
রুবাইয়াৎ আহমেদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেছেন শামছি আরা সায়েকা।
নাটকটির গল্প বলা হয়েছে এভাবে, এই ভূখণ্ডের কোনও এক স্থানে জন্ম নেয় উগ্রপন্থার। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদই প্রতিষ্ঠা করতে চায়। এজন্য তারা চালায় ধ্বংসলীলা, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী। ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দি করে রাখে। বন্দিদশা থেকে পালাতে চায় অনেকে। কিন্তু মারা পড়ে তারা। শুধু একজন বেঁচে যায়। সালমা।
বেঁচে গিয়ে ফিরে আসে সে; খোলা প্রান্তরে পড়ে থাকা লাশগুলো সমাহিত করবে বলে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)