X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘দেবী’ ও ‘আসমানী’ সমানে সমান!

বিনোদন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৩:৫২

‘দেবী’ ও ‘আসমানী’ সমানে সমান! চলতি সপ্তাহে (২-৯ নভেম্বর) জয়া-চঞ্চলের ‘দেবী’ চলছে ৫০টি প্রেক্ষাগৃহে। একই দিনে বাপ্পী-সুস্মির ‘আসমানী’ মুক্তি পেয়েছে সমান সংখ্যক প্রেক্ষাগৃহে। সে হিসেবে দুটি ছবিকে ‘সমানে সমান’ তকমা দেওয়াই যায়। যদিও এরমধ্যে পার্থক্য রয়েছে খানিক।
কারণ, মাত্র ২৮টি প্রেক্ষাগৃহ দিয়ে শুরু করে গত সপ্তাহে ৩৫ আর এই সপ্তাহে এসে ‘দেবী’র চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। অন্যদিকে ‘আসমানী’ প্রথম সপ্তাহে ৫০টি প্রেক্ষাগৃহ পেলেও সেটি আগামী সপ্তাহ নাগাদ কতটা বাড়ে- অপেক্ষার বিষয়।  
দুটি ছবির মধ্যে মিল আছে নাম ও গল্পের বেলায়ও! ‘দেবী’ নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাসের ছায়া অবলম্বনে। অন্যদিকে ‘আসমানী’ নির্মিত হলো পল্লীকবি জসীমউদদীনের ‘আসমানী’ কবিতা অবলম্বনে! তাই অনেকেই ধারণা করছেন, গল্পের শক্তিতে চলতি সপ্তাহে দুটি ছবিই দর্শকদের সঙ্গে সফলতা-বিফলতার লড়াই করবে ফিফটি-ফিফটি চান্স নিয়ে!
‘দেবী’ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে চঞ্চল-জয়া ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।

তৃতীয় সপ্তাহে এসে ছবিটি প্রসঙ্গে এর প্রযোজক জয়া আহসান বলেন, ‘ছবিটি নিয়ে দর্শক চাহিদা ক্রমশ বাড়ছে। শুরু থেকে এটাই চেয়েছি আমরা। তাই প্রথমে সপ্তাহে মাত্র ২৮টি হল বেছে নিয়েছি। আমার বিশ্বাস এভাবেই ছবিটি ক্রমশ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে।’
অন্যদিকে ‘আসমানী’ নির্মাণ করেছেন এম সাখাওয়াত হোসেন। এতে বাপ্পী-সুস্মির সঙ্গে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শম্পা রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার, শহীদ আলমগীর প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পল্লীকবির আলোচিত এই কবিতাটি অনেকেই পড়েছেন। এই কবিতার ভেতরের লুকিয়ে থাকা গল্পটাকেই তুলে ধরার চেষ্টা করেছি সিনেমার পর্দায়। আমার বিশ্বাস প্রতিটি দর্শকই মুগ্ধ হবেন সিনেমাটি দেখে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!