X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবার চলচ্চিত্রে সাইদুল আনাম টুটুল

বিনোদন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২০:০৪

শুটিংয়ে সাইদুল আনাম টুটুল (মাঝে) ও শিল্পী-কুশলীরা খুলনায় টানা ১১ দিনের শুটিং শেষ করে ‘আধিয়ার’-খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুল এবার শুটিং ক্যাম্প ফেলেছেন কুষ্টিয়ায়। ২০০৩ সালে ‘আধিয়ার’ নির্মাণের টানা ১৫ বছর পর আবার তিনি সিনেমার কাজে মাঠে নামলেন। এবার তিনি বানাচ্ছেন সরকারি অনুদানের ছবি ‘কালবেলা’।
পরিচালক জানান, খুলনায় ১১ দিনের পর কুষ্টিয়ায় প্রায় ২০ দিন শুটিং হবে ছবিটির। ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি’ বই থেকে ‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হচ্ছে এই ছবিতে। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রের শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। ছবিটি নির্মিত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে।
নির্মাতা সাইদুল আনাম টুটুল বলেন, ‘আমি বরাবরই গল্পের প্রয়োজনটাকে মাথায় নিয়ে কাজ করি। চরিত্র নির্বাচন করি গল্পের চাহিদা বুঝে। সেই ভাবনা থেকেই কম পরিচিত তরুণ দুজন শিশির ও অথৈকে দিয়ে ছবির মূল চরিত্রের কাজ করছি। আশা করছি কুষ্টিয়ায় টানা ২০ দিন শুটিং করতে পারলে ছবির কাজ শেষ করতে পারবো।’
শিশির ও তাহমিনা অথৈ শিশির ও তাহমিনা অথৈ ছাড়াও এতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশুশিল্পী সিয়াম ও মোরসালিনসহ অনেকে।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!