X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সালমানের আরেকটি মানবিক নজির (ভিডিও)

বিনোদন ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ১৫:০৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৭:৩৯

হাসপাতালে সালমান বন্যপশু হত্যা বা বদরাগী—এমন অনেক কথাই শোনা যায় বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে। তবে এই দোষগুলোর বাইরেও সালমানকে বিবেচনা করা হয় বলিউডের অন্যতম আলোকিত মনের মানুষ হিসেবে। কারণটা তার জনকল্যাণমূলক কাজ।
এবার তিনি তার আরও একটু মানবিক হওয়ার নজির রাখলেন।
সম্প্রতি সালমান খান ফ্যান ক্লাবের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এই নায়ক হাসপাতালে রুগ্ন এক শিশুর সঙ্গে সময় কাটাচ্ছেন। মূলত এই ছেলেটি মরণঘাতী ‌ক্যানসারে আক্রান্ত। জানা গেছে, শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দাবাং খান।
শুধু তার সঙ্গেই নয়, এ সময় নায়ক অন্য বাচ্চাদের সঙ্গেও কথা বলেন পরম মমতা নিয়ে।

জনহিতকর কাজ এবারই প্রথম নয়। এ ধরনের কাজের জন্য সালমান ২০০৭ সালে প্রতিষ্ঠা করেছেন ‘হিউম্যান ফাউন্ডেশন’, যা মুম্বাইয়ের আকশারা উচ্চবিদ্যালয়ের ২০০ শিশু, আসীমা নামের আরও একটি প্রতিষ্ঠানের ৩০০ শিশুকে শিক্ষাখাতে অর্থায়ন করে।
এছাড়া প্রতিষ্ঠানটি ‘বীর’ নামের একটি প্রজেক্টের মাধ্যমে ভারতীয় রেল সংশ্লিষ্টদের পুরস্কৃত করে। সম্প্রতি ‘হিউম্যান ফাউন্ডেশন’ পোশাক তৈরি ও বিপণনের ব্যবসা শুরু করেছে। যার লক্ষ্য, এখান থেকে লাভের টাকা ফাউন্ডেশনের কাজে ব্যয় করা।

/এসএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’