X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফেনীবাসীর প্রত্যাশা পূরণে সততার সঙ্গে কাজ করবো: রোকেয়া প্রাচী

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ১৭:১৮আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৩:০৭

মনোনয়নপত্র হাতে রোকেয়া প্রাচী অভিনয় ও নির্মাণে নিজের পোক্ত অবস্থান জানান দিয়েছেন বহুবার। সেই বিশ্বাস থেকে এবার তিনি রাজনীতির মাঠে নেমেছেন।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফেনী-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন কিনেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জানালেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী ফেনী জেলার সোনাগাজী-দাগনভূঞা উপজেলার নৌকার হাল ধরতে চান তিনি।
শুক্রবার (৯ নভেম্বর) বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন কিনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রোকেয়া প্রাচী বলেন, ‘আমার দল আওয়ামী লীগ ও নেত্রী আমাকে মূল্যায়ন করবেন বলে আশা রাখি। আর আমি মনোনয়ন পেলে নেত্রীর মনের মতো করে ফেনীকে সাজাবো।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা নতুন বাংলাদেশের জাগরণের জোয়ার তুলেছেন। সেই উন্নয়নের জোয়ারে ফেনী-৩ সাজাতে চাই। ফেনীবাসীর প্রত্যাশা পূরণে সততার সঙ্গে কাজ করবো, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত আধুনিক ফেনী গড়বো। নারী ক্ষমতায়নে নেত্রীর নির্দেশে কাজ করবো।’
রোকেয়া প্রাচী ফেনী জেলা নির্বাচন অফিস সূত্রমতে, ফেনী-৩ নির্বাচনী এলাকাটি দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়ন, একটি পৌরসভা ও সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। ভোটার দুই লাখ ৮২ হাজার ৭৮ জন। এর মধ্যে সোনাগাজীতে এক লাখ ৪৩ হাজার ১৬ জন ও দাগনভূঞায় এক লাখ ৩৯ হাজার ৬২ জন ভোটার রয়েছেন।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা