X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঋদ্ধিকে নিয়ে অমিতাভ রেজার প্রথম স্বল্পদৈর্ঘ্য

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ১৫:৫৫আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:০৪

নির্মাতার শুটিং মনিটরে ঋদ্ধি/ ছবি: অমিতাভ রেজা চৌধুরী ‘আয়নাবাজি’ ইতিহাসের পর ফের বিজ্ঞাপন তরঙ্গে ফিরেছেন অমিতাভ রেজা চৌধুরী। তবে এরমধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন ‘রিকশাগার্ল’ নামের সিনেমা বানানোর। আর শুটিং শেষ করে ফেলেছেন ‘ঢাকা মেট্রো’ নামের একটি ওয়েব সিরিজ।
অমিতাভ ফলোয়ারদের জন্য নতুন খবর হলো, দীর্ঘ ও উজ্জ্বল ক্যারিয়ার পাড়ি দিয়ে এবারই প্রথম তিনি নির্মাণ করছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার নাম দিয়েছেন ‘নিঃশব্দতার শহর’। শুটিং শুরু করলেন আজই, রোজ রবিবার, ১১ নভেম্বর সকাল থেকে- ঢাকার বিভিন্ন লোকেশনে।
অমিতাভ জানালেন, ভিডিও শেয়ারিং সাইট আইফ্লিক্সের জন্য এটি নির্মাণ করছেন তিনি। যার প্রধান চরিত্রে আছেন ঋদ্ধি। শিশুশিল্পী হিসেবে যিনি যুক্ত আছেন পিদিম থিয়েটারের সঙ্গে।
বরাবরই প্রাণচঞ্চল-প্র্যাকটিকাল মানুষ হলেও সিনেমাটি প্রসঙ্গে খানিক আবেগতাড়িত অমিতাভ রেজা!
শুটিংয়ে একটি দৃশ্যে ঋদ্ধি/ ছবি: অমিতাভ রেজা চৌধুরী এর গল্প প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘গল্পটা প্রায় সাত-আট বছর আগে আমার কাছে এসেছে। তখন থেকে এটি মাথায় নিয়ে ঘুরছি। মুছতে দিইনি। সাথে সাথে রেখেছি। গল্পটির সঙ্গে এভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমার। আজ সেই গল্পটাতে প্রাণ দিচ্ছি। নিজেকে হালকা লাগছে।’
‘নিঃশব্দতার শহর’ প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ‘এক শিশু গৃহপরিচারিকার একান্ত স্বাধীন সত্তাকে খুঁজবার চেষ্টা করছি এই গল্পের মাধ্যমে। নিজেদের মতো করে এই গল্পটা বলে ফেলবার যে স্বাধীনতাটা আইফ্লিক্স আমাদের মতো নির্মাতাদের জন্য অবারিত করেছে, এটা নিঃসন্দেহে একটা সম্ভাবনাময় প্রয়াস। নির্মাতা হিসেবে সত্যি খুব উজ্জীবিত বোধ করছি।’
ছবিটির শুটিং শেষ হওয়ার কথা কাল, সোমবার ১২ নভেম্বর নাগাদ। এরপর সম্পাদনা-সংগীতায়োজন শেষে শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে আইফ্লিক্সে। অমিতাভ রেজা চৌধুরী/ ছবি: সংগৃহীত

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা