X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতের বাউল উৎসবে ভাওয়াইয়া রাজা

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৭:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:১১

সফিউল আলম রাজা বাউল উৎসবে গাইতে ভারতের আগরতলায় যাচ্ছেন দেশের অন্যতম ভাওয়াইয়া সংগীতশিল্পী সফিউল আলম রাজা।
বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলার আয়োজনে ১৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে এই উৎসব অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৪ টা ৪৫ মিনিটে শুরু হয়ে উৎসব চলবে রাত অবধি।
রাজা জানান, এর আগেও তিনি ভারতের কলকাতায় আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে বেশ কয়েকবার গিয়েছিলেন। সেখানে পরিবেশন করেছেন বাংলাদেশের লোকসংগীতের অন্যতম ধারা ভাওয়াইয়া গান। রাজার ভাষায়, ‘ভারতের কলকাতা, আসাম, গোয়ালপাড়া ও আগরতলায় বাংলাদেশের লোকসংগীত বেশ জনপ্রিয়। সেখানকার শ্রোতাদের মাঝে ভাওয়াইয়া পরিবেশন করতে গিয়ে এই বিষয়টি বেশ উপলব্ধি হয়েছে।’   
এই উৎসবে তিনি ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিনের জনপ্রিয় গান ছাড়াও মুহাম্মদ কছিমউদ্দীন, নুরুল ইসলাম জাহিদ ও নিজের লেখা ভাওয়াইয়া গান পরিবেশন করবেন।
রাজা আরও বলেন, ‘লোকসংগীতের অন্যতম ধারা ভাওয়াইয়া গান হচ্ছে ভাবের গান। তাছাড়া এই গানে বিরহ-ভাবটা একটু বেশিই থাকে, বিশেষ করে নারী বিরহ। বিরহের এই গান যে কারও মনকে উদাস করবেই। উৎসবে চটকা, দরিয়া, দীঘলনাশা, ক্ষীরলসহ ভাওয়াইয়ার বিভিন্ন পর্যায় ও অঙ্গের গান করার প্রস্তুতি আছে আমার।’
পেশায় সাংবাদিক সফিউল আলম রাজা মিডিয়া ও শ্রোতা-দর্শকের কাছে ভাওয়াইয়া রাজা, ভাওয়াইয়া রাজকুমার ও ভাওয়াইয়ার ফেরিওয়ালা নামে পরিচিত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা