X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভৌতিক গল্পের ধারাবাহিক ‘হাজার বত্রিশ’

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২০:৫৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:১৪

ধারাবাহিকটির একটি দৃশ্যে আফরান ও অপর্ণা এটিএন বাংলায় প্রচার শুরু হলো ভৌতিক গল্পের ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। নাটকটির রচনায় পান্থ শাহরিয়ার ও পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য ও মানসুর আলম নির্ঝর।
পথিক প্রযোজিত এই বিশেষ ধারাবাহিকটি ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে নিয়মিত প্রচার হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়, এটিএন বাংলায়।
এর গল্প প্রসঙ্গে নাট্যকার পান্থ শাহরিয়ার জানান, জাফর সাহেবের সারাজীবনের স্বপ্ন ছিল একটি বাড়ি বানানোর, করেনও তাই। বাড়ির নম্বর ১০৩২। কিন্তু সে সুখ তার সইলো না। তার স্ত্রী মারা গেলেন। এখান থেকেই নাটকের গল্পের শুরু। তিনি ছেলেমেয়েদের নিয়ে দোতলায় থাকেন। একতলা ভাড়া দিলেও কেউ সেখানে থাকতে চায় না। কেমন যেন ভূতুড়ে ব্যাপার আছে। সবাই বলে রাতে জাফর সাহেবের স্ত্রী ঘুরে বেড়ান একতলার ফ্ল্যাটে! কিন্তু আসল সত্য কী? সেই প্রশ্নের জবাব মিলবে ক্রমশ।

বিশেষ এই নাটকটির শিরোনাম গান লিখেছেন জুলফিকার রাসেল।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মণ্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ। 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)