X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফোক ফেস্ট: পর্দা উঠছে সন্ধ্যায়

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৩:০৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৭:৩১

এবারের উৎসবের মঞ্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ, ১৫ নভেম্বর সন্ধ্যায় উঠছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের পর্দা। তিন রাতের এই আয়োজন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
এ উৎসবের মঞ্চে এক হচ্ছেন সাতটি দেশের মোট ১৭৪ জন শিল্পী। আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস লিমিটেড সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। ইতোমধ্যে ঢাকায়  পৌঁছেছেন বেশিরভাগ বিদেশি শিল্পীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে উৎসব। লোকগান ও নাচের এই আয়োজন চলবে রোজ রাত ১২টা পর্যন্ত। উৎসবের প্রস্তুতি প্রসঙ্গে সান কমিউনিকেশনস লিমিটেডের গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বললেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে আমাদের। আশা করি এবারের আয়োজনে অংশ নিয়ে শিল্পী ও শ্রোতারা আনন্দিত হবেন।’
পোল্যান্ডের দল দিকান্দার শিল্পী গেলারিয়া আজ, ১৫ নভেম্বর উৎসবের প্রথম দিনে থাকছে বাংলাদেশের ভাবনা নৃত্যদল, পোল্যান্ডের গানের দল দিকান্দা, ভারতের ওয়াড়ালি ব্রাদার্স, বাংলাদেশের আবদুল হাই দেওয়ান ও ভারতের সাত্যকি ব্যানার্জির পরিবেশনা। এই পরিবেশনা দেখার জন্য নিবন্ধিত দর্শকেরা সন্ধ্যা ছয়টা থেকেই ঢুকতে পারবেন মাঠে। তবে নিরাপত্তার কারণে সঙ্গে কোনও ব্যাগ, ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক বা হেডফোন নেওয়া যাবে না।
উৎসবটি সরাসরি দেখা যাবে মাছরাঙা টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…