X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘দেশ ও দেশের মানুষকে নিয়ে কেন কটু কথা শুনতে হবে’

বিনোদন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২১:১০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:২১

ঢাকার মঞ্চে জান্নাতুল ফেরদৌস ঐশী দেশের কিছু মানুষের কাজে বেশ বিব্রত হয়েছেন বিশ্ব সুন্দরীদের আসর মিস ওয়ার্ল্ডে অংশ নিতে যাওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী।
তিনি এখন চীনে অবস্থান করছেন। মূল পর্বের আগে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতায়। মোবাইল প্ল্যাটফর্ম মবস্টারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে প্রতিযোগীদের। আর সেখানে নিজের অ্যাকাউন্ট নিয়েই কর্তৃপক্ষের সামনে বিব্রত হয়েছেন তিনি। কারণ তার নামে তৈরি এই যোগাযোগ মাধ্যমে বেশ ক’টি ভুয়া অ্যাকাউন্ট খুলে রেখেছে বাংলাদেশিরাই।
বিষয়টি নিয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‌‘অনেকেই আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছেন। এতে আমার ক্ষতি হচ্ছে। কারণ অনেক লাইক শেয়ার অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই লাইক-কমেন্টর মাধ্যমেই প্রতিযোগীদের ভাগ্য নির্ধারণ হয়। অ্যাকাউন্ট খুলে আপনাদের কী লাভ হচ্ছে জানি না, কিন্তু আমার ক্ষতি হচ্ছে। কিছু ক্ষেত্রে আমি বিব্রতও হয়েছি। মবস্টারে আমার আসল অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছিলেন না আয়োজকরা। আমি তখন তাদের বলি, আসলে অনেকে আমার নামে ফেক আইডি খুলেছে। তখন পাশ থেকে এক প্রতিযোগী বলে উঠেন, কেন তারা এমন করছে! তোমাদের দেশের মানুষের কি খেয়ে-দেয়ে কাজ নাই! আমাদের দেশ ও দেশের মানুষকে নিয়ে আমাকে কেন এভাবে কটু কথা শুনতে হবে! ভাবতে পারিনি।’
তিনি আহ্বান জানান, যেন অন্যরা ফেক আইডিগুলো বন্ধ করে দেন। আরও বলেন, ‘আমি আপনাদের থেকে অনেক দূরে আছি। আপনাদের, দেশের প্রতিনিধি হিসেবে এসেছি। আপনাদের সাপোর্ট আমার দরকার।’
মবস্টার প্রতিযোগীদের একটি করে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে। ভোটের অংশ হিসেবে তাদের প্রতিটি পোস্টের লাইক, কমেন্ট ও ভিডিও ভিউ গণনা করা হবে। তবে এক্ষেত্রে লাল-সবুজের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ঐশী কিছুটা পিছিয়ে পড়েছেন। কারণ, তার একাধিক ফেক অ্যাকাউন্ট আছে!

অন্যান্য দেশের অনুসারীর সংখ্যা ও প্রচারণার কারণে প্রতিযোগীরা বেশ এগিয়ে গেছেন। ঐশীর ভিডিওগুলোর ভিউ এখনও হাজারের ঘরে অবস্থান করছে, যা লক্ষাধিক হওয়া জরুরি। আর এজন্য অনলাইনে অধিক প্রচারণা ও তার পোস্টগুলোতে লাইক, কমেন্ট বাড়াতে হবে।
আয়োজক প্রতিষ্ঠানের নিয়ম ঘেঁটে জানা যায়, ঐশীকে এগিয়ে দিতে হলে মবস্টারে তাকে অনুসরণ করতে হবে। এতে তার অ্যাকাউন্টের নাম ‘JANNATUL FERDOUS’। এর পাশে ভেরিফায়েড চিহ্ন আছে। মোবাইলের মাধ্যমেও ভোট বাড়ানো যাবে। এজন্য গুগল প্লে স্টোর থেকে মবস্টারের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর নিজের নামে নিবন্ধন সেরে ‘এশিয়া’ অপশনে যেতে হবে। সার্চ বাটনের মাধ্যমে ঐশীর প্রোফাইলে গিয়ে ফলোয়িং অপশনে ক্লিক করতে হবে। তারপর ইচ্ছেমতো তার পোস্টে লাইক কমেন্ট করতে পারবেন।
চীনের রাস্তায় জান্নাতুল ফেরদৌস ঐশী এছাড়াও কিছু দিন পর মিস ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটে ভোটিং কার্যক্রমও শুরু করবে কর্তৃপক্ষ।
এদিকে প্রতিযোগিতার মধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন পিরোজপুরের এই মেয়ে। ইতোমধ্যে দেশের ঐতিহ্যবাহী কাপড় পরে চীনের রাস্তায় শো করেছেন। অংশ নিয়েছেন বিশেষ পার্টিসহ আয়োজকদের বেশ কিছু অনুষ্ঠানেও।
৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৮টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের ঐশী। আগামী ৮ ডিসেম্বর এই আয়োজনে থাকছে চোখধাঁধানো সৌন্দর্য, চমৎকার ফ্যাশন ও বিশ্বসেরা পারফরম্যান্সের সম্মিলন। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী ভারতের মানুসি চিল্লার।
১৯৯৪ সালে প্রথম মিস বাংলাদেশ আনিকা তাহের অংশ নেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়। এরপর ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯), সোনিয়া গাজী (২০০০) ও তাবাসসুম ফেরদৌস শাওন (২০০১) মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। মাঝে ১৫ বছর বিরতি দিয়ে ২০১৭ সালে বাংলাদেশ থেকে বিশ্বসুন্দরীর মঞ্চে যান জেসিয়া ইসলাম।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…