X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নায়ক ফারুক প্রসঙ্গে আবদুল আজিজের ‘হ্যাঁ’, জায়েদ খানের ‘না’!

ওয়ালিউল বিশ্বাস
২১ নভেম্বর ২০১৮, ১৭:৪০আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৪:০৯

নায়ক ফারুক দুপক্ষের অবস্থান নিয়ে এর আগে উত্তপ্ত বাক্য বিনিময়, রাজপথে অবস্থান এমনকি হয়েছে হামলাও। একপক্ষে ছিল প্রযোজক আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়া, অপর পক্ষে ছিল নায়ক ফারুকের নেতৃত্বে ‘চলচ্চিত্র পরিবার’। আর বিরোধের বিষয় ছিল- বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র।
তবে পুরনো সেই দা-কুমড়ো সম্পর্কের হিসাব নতুন করে মেলানোর আভাস মিলছে আজ, ২১ নভেম্বর বিকাল থেকে। জাজের পক্ষ থেকে জানা গেছে বিএফডিসির ডিজিটাল কমপ্লেক্স চত্বরে সামনে আগামীকাল (২২ নভেম্বর) আয়োজন করা হবে ‘দহন’ চলচ্চিত্রের একটি বিশেষ সংবাদ সম্মেলন।
জাজ মাল্টিমিডিয়ার এ আয়োজনের প্রধান অতিথি হয়ে আসছেন ‘পুরনো প্রতিপক্ষ’ চলচ্চিত্র পরিবারের নেতা নায়ক ফারুক!
শুধু তাই নয়; জানা গেছে, ১৮ সংগঠন নিয়ে তৈরি চলচ্চিত্র পরিবারের প্রায় সবাই এ অনুষ্ঠানে হাজির থাকবেন। বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির নেতারা থাকবেনই! তবে এর বিপরীত উত্তর পাওয়া গেল চলচ্চিত্র পরিবারের অন্যতম প্রধান সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে। এর সাধারণ সম্পাদক জায়েদ খান আজ, বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকেই বলছেন, এ অনুষ্ঠান আমি যাচ্ছি। এটা আসলে রিউমার। আমি যাচ্ছি না। অন্য কেউ যাবে বলেও আমার জানা নেই।’
আবদুল আজিজ তবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ দৃঢ়ভাবে জানালেন নায়ক ফারুক এই অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন। বাংলা ট্রিবিউনের কাছে তার ভাষ্যটি এমন, ‘আমার পক্ষ থেকে তো কখনও বিভক্তি ছিল না। আর এবারের সংবাদ সম্মেলনে চেয়েছি চলচ্চিত্রের কোনও মানুষ প্রধান অতিথি হোক। এক্ষেত্রে নায়ক ফারুককেই বলা উচিত। তাই তাকে প্রধান অতিথির আসনটি অলঙ্কৃত করার করার জন্য অনুরোধ করেছিলাম। তিনি রাজি হয়েছেন।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় নায়ক ফারুকের সঙ্গেও। বারংবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
এদিকে চলচ্চিত্র পরিবারের নেতা ফারুক এ অনুষ্ঠানে যাচ্ছেন কিনা- জানতে চাইলে জায়েদ নিশ্চিত করেই বলেন, ‘না, তিনিও যাচ্ছেন না।’
বিষয়টি নিয়ে বিভিন্ন সমিতির দু’একজনের সঙ্গে বাংলা ট্রিবিউন-এর আলাপ হয়। তারা সরাসরি না বললেও জানালেন, আগামীকাল চলচ্চিত্রের মানুষদের জন্য বড় একটি প্রাপ্তির দিন হতে যাচ্ছে। কারণ, দুই পক্ষের চলমান এই বিবাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলচ্চিত্র শিল্প।
শেষ মুহূর্তে এ উদ্যোগ ভেস্তে যেতে পারে- এমন শঙ্কার কারণে বিভিন্ন সমিতির নেতারা নিজেদের উপস্থিত কথা আগাম বলতে নারাজ।
তবে আবদুল আজিজ লুকোচুরি না করে সরাসরি বললেন, ‘আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আমন্ত্রণপত্র পাঠিয়েছি। আশা করি, তারা সবাই থাকবেন।’
জায়েদ খান জাজ ও চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্বটি ভয়াবহ রূপধারণ করে গত বছরের ঈদুল ফিতরে ‘বাদশা’ ও ‘নবাব’ ছবির সেন্সর নিয়ে। যৌথ প্রযোজনার এ সিনেমাগুলো মুক্তি না দেওয়ার জন্য আন্দোলনে নেমেছিল চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডের সামনে অবস্থান ধর্মঘট করে তারা। সেসময়ই  সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য ও হল মালিক সমিতির সভাপতি নওশাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এরপর থেকেই দুই ভাগে পুরোপুরি বিভক্ত হয়ে পড়ে তারা।
এমনকি ‘চলচ্চিত্র ফোরাম’ নামের নতুন সংগঠন তৈরি করেছিলেন নায়ক শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়া এক হয়ে।
তবে সব বিভক্তি ভুলে নতুন করে পথ চলতে চায়, চলচ্চিত্র সংগঠনগুলোর বেশিরভাগ নেতা। যদিও ২২ নভেম্বর সন্ধ্যার আগে বলা মুশকিল, ‘দহন’ দিয়েই নিভছে দুই পরিবারের ‘আগুন’! ‘দহন’ ছবিতে সিয়াম ও পূজা

‘দহন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। সাংবাদিক হিসেবে দেখা যাবে জাকিয়া বারী মমকে। পরিচালনায় আছেন রায়হান রাফী। সন্ত্রাস ও মাদকবিরোধী কাহিনি নিয়ে ছবিটির গল্প।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আলোচিত এ ছবিটি মুক্তির কথা রয়েছে ৩০ নভেম্বর। ‘দহন’ সিয়াম-পূজা জুটির দ্বিতীয় ছবি। প্রথমটির নাম ‘পোড়ামন-টু’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি  (ভিডিও)
রাশি-তামান্নার নজরকাড়া যুগলবন্দি (ভিডিও)
‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন
‘আদম’ নির্মাতা হিরণ মারা গেছেন
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান