X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বোনকে নিয়ে ইমরানের গানচিত্র প্রশংসিত

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ১৬:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০৫

গায়ক ইমরানের বয়স যখন ৭ বছর, তখন বড় বোন রোকসানা নীলা গান শিখতেন ডেমরার একটি শিক্ষালয়ে। বোনের সঙ্গে গানের ক্লাসে যেতেন ছোট্ট ইমরানও। সেখানেই গুন গুন করে বোনের সঙ্গে গলা মেলাতেন তিনি। বলাই যায়, ইমরানের গানের হাতেখড়ি সেখান থেকে।
ইমরান মাহমুদুল ও রোকসানা নীলা

মাঝে অনেক সময় পেরিয়ে আবার সেই ভাইবোন এক হলেন গানে গানে। এবার আর গুন গুন নয়, গাইলেন গলা ছেড়ে, ভাইবোন একসঙ্গে। গানটির নাম, ‘হার কেন মেনে নেবো’।
গীতিকবি জুলফিকার রাসেলের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। ২৪ নভেম্বর ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়। গানচিত্রটি প্রকাশের পর থেকে ইউটিউব-ফেসবুকের মন্তব্যের ঘরে ইমরান ভাসছেন প্রশংসার জোয়ারে। গানটির ভিউ বাড়ছে দ্রুতগতিতে।
ইমরান বলেন, ‘আমার বোন এখন আমেরিকা থাকেন। কয়েক মাস আগে আপু যখন দেশে এসেছিলেন, তখনই গানটি রেকর্ডিং করেছি। নানা প্রতিকূলতার কারণে তিনি গান চালিয়ে যেতে পারেননি। কিন্তু গানের প্রতি তার ভালোবাসা এখনও অটুট।’
গান প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেই বলেছি, এটি কোনও বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়নি। শুধু নিজেদের মধ্যে একটি স্মৃতি ধরে রাখার জন্য এর নির্মাণ! শ্রোতাদের ভালো লাগলে আমাদের সার্থকতা! যেহেতু আপু অনেক বছর ধরে গানের চর্চাতে নেই, তবু তিনি চেষ্টা করেছেন ভালো গাওয়ার জন্য। তাই ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন ভাইবোন দুজনেই।
প্রসঙ্গত, নন্দিত গীতিকবি জুলফিকার রাসেলের কথায় ইমরান এর আগে পর পর তিনটি গান গেয়েছেন। ‘সবাই চলে যাবে’, ‘আমার ইচ্ছে কোথায়’ ও ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গান তিনটি দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন বাংলা সংগীতের এই তরুণ তারকা। 

হার কেন মেনে নেবো:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!